দেশে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা অপ্রতুল

সম্পাদকীয়

দেশে ক্যানসারে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়লেও অর্থ সংকটের কারণে অনেক রোগী আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ প্রেক্ষাপটে দেশে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সুলভ করতে কার্যকর পদক্ষেপ নেয়া দরকার। দেশে জনসংখ্যার তুলনায় ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা অপ্রতুল। গত শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক অনুষ্ঠানে বলেছেন, বর্তমানে দেশে ক্যানসার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ২২৮ জন; অথচ আরও পাঁচ হাজার বিশেষজ্ঞ চিকিৎসক দরকার। কাজেই দেশে যাতে দ্রুত এ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা যায়, সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। দেশে ক্যানসার চিকিৎসার দৈন্যদশা নিয়ে অনেক আলোচনা হলেও প্রত্যন্ত অঞ্চলে ক্যানসারের আধুনিক চিকিৎসা মিলছে না। ক্যানসারসহ অন্যান্য জটিল রোগের মানসম্মত চিকিৎসার জন্য মানুষকে রাজধানীতেই আসতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে শনাক্ত করা গেলে ক্যানসারে আক্রান্তদের প্রায় ৫০ ভাগকে সুস্থ করে তোলা সম্ভব। কাজেই সারা দেশে, বিশেষ করে জেলা-উপজেলা পর্যায়ে ক্যানসারের চিকিৎসা সুলভ করা দরকার। প্রত্যন্ত অঞ্চলের অনেক রোগীর নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতাল বা উপজেলা শহরে বারবার আসা-যাওয়ার সামর্থ্য নেই। এমন দরিদ্র মানুষও যাতে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের মানসম্মত চিকিৎসা পেতে পারেন, সেজন্য কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ নিতে হবে। ক্যানসারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ঢাকার বাইরের রোগী ও তাদের স্বজনরা চিকিৎসার জন্য রাজধানীতে এসে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। কাজেই মানুষ যাতে জেলা পর্যায়ে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের মানসম্মত চিকিৎসা নিতে পারেন, সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব হলে প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা সম্ভব। যেসব কারণে ক্যানসারের প্রবণতা বৃদ্ধি পায়, সেসব সমস্যা দূর করার পদক্ষেপ নিতে হবে। দেশে ক্যানসারের যেসব ওষুধ পাওয়া যায়, সেগুলো চড়া দামে বিক্রি হলেও মানসম্মত কিনা সেটাও এক প্রশ্ন। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বিদেশি নকল ওষুধও বিক্রি হয়ে থাকে। ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ব্যয়ের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকা দরকার। তা না হলে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে প্রতিবছর লাখ লাখ পরিবার নিঃস্ব হয়ে যাবে। এক সময় বিদেশে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশের রোগীদের তালিকায় শীর্ষে ছিলো হৃদরোগে আক্রান্তরা। বর্তমানে বিদেশ যাওয়া রোগীর তালিকায় হৃদরোগে আক্রান্তের সংখ্যা তৃতীয়; ক্যানসার আক্রান্ত রোগীরা এ তালিকায় প্রথম। কাজেই দেশে ক্যানসারের চিকিৎসা সুলভ করা এবং বিশেষজ্ঞের সংখ্যা বাড়ানোর বিকল্প নেই।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More