ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সন্ত্রাসীর গুলিতে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করছে থানা পুলিশ। নিহত ব্যাক্তির মরদেহ উপজেলার পৌরসভাধীন শুড়া গ্রামের পার্শ্ববর্তী দৈলখালী মাঠে (চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা সীমান্তবর্তী) দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। স্থানীয়দের ধারণা আজ সোমবার (২৩ আগস্ট) ভোর রাতের কোন এক সময় কে বা কারা তার কপালঠেকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থাল থেকে গুলির খোসা উদ্ধার করছে পুলিশ। তবে নিহত্তর নাম পরিচয় এবং কি ঘটনায় এই হত্যা কাণ্ড সংঘটিত হয়েছে তার প্রকৃত কারন জানা যায়নি। লাশের পোস্ট মর্টামের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। এখানে উপস্থিত হয়েছেন,ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, শৈলকুপা-হরিনাকুণ্ডুর সার্কেল এএসপি আরিফুল ইসলাম, হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লাসহ সংঙ্গীয় পুলিশফোর্স।