চুয়াডাঙ্গায় ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরেছেন ৭৭ জন

দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন আরও  ১ জন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ১ জন বাংলাদেশী নারী।  চুয়াডাঙ্গা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরেছেন ৭৭ জন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারতের গেদে চেকপোস্ট হয়ে দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন ওই বাংলাদেশী নারী।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আলিম জানান, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে গতকাল ১ জন বাংলাদেশী দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন।  সেখানে আসার পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার অ্যান্টিজেন পরীক্ষা করা হয়।  তবে তিনি করোনা শনাক্ত হননি।  এনিয়ে গত ১৭ দিনের মোট ৭৪৭ জন বাংলাদেশী দেশে প্রবেশ করলেন।  এ পর্যন্ত মোট ১১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।    তিনি আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে ওই নারীকে নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) নার্সিং ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। সেখানে ১৪ দিনের বাধ্যতামূলত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। এদিকে, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরেছেন আরও ৭৭ জন।  এ নিয়ে মোট ১২৮ জনকে ওই কোয়ারেন্টিন সেন্টার থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।  এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আমজাদ হোসেন ও যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মোয়াজ্জেম হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় করোনা নেগেটিভ সনদ।  এছাড়া কোয়ারেন্টিনে থাকা এক নারী করোনা শনাক্ত হওয়ায় তাকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More