স্টাফ রিপোর্টার: প্রাইভেটকারে ফেনসিডিল পাচারের সময় আটক হয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর ও দর্শনার দুই যুবক। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪শ’ বোতল ফেনসিডিল। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রাম থেকে তাদের আটক করে র্যাব। গতকালই আটক দুজনের বিরুদ্ধে মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলসহ জব্দকৃত প্রাইভেটকার ও আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় থানায় সোপর্দ করে র্যাব।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে পারভেজ আক্তার (২১) ও দর্শনা বাসস্ট্যান্ড এলাকার লাল্টুর ছেলে মুন্না (২২)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৮ এর সিপিসি-২ ফরিদপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল পাচারের খবর পেয়ে মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের আভিযানিক দল। ওইসময় একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রাইভেটকার থেকে ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। একইসাথে মাদক কারবারি পারভেজ আক্তার ও মুন্নাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য কেনাবেচার কাজে ব্যবহৃত সাতটি সিম, চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার। উদ্ধারকৃত সব আলামতসহ আটককৃতদের মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ