চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদের আপিল আবেদন না মঞ্জুর
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদের আফপল আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আপিল বোর্ড কর্তৃপক্ষ জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারেক আহম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সড়াবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান ওয়াহেদের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন। আব্দুল ওয়াহেদ গড়াইটুপি ইউনিয়ন এলাকায় ঠিকাদারী কাজ করছেন এই অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। পরবর্তীতে আব্দুল ওয়াহেদ মনোনয়নপত্র ফিরে পাবার আশায় জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করেন। আপিল বোর্ডে দীর্ঘ শুনানীর পর ওয়াহেদের আবেদনটি নামঞ্জুর করা হয়। ফলে, গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখন চারজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত শফিকুর রহমান রাজু (নৌকা), বিএনপি মনোনীত আকতার হোসেন (ধানের শীষ), রেজাউল করিম (স্বতন্ত্র) এবং আব্দুল মতিন (স্বতন্ত্র)। সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২৯১ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৫৪ জন।
প্রসঙ্গত : আগামীকাল শনিবার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিন রয়েছে। পরদিন রোববার প্রতীক বরাদ্দ দেয়া হবে। ইভিএম’র মাধ্যমে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার গড়াইটুপি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।