স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৮ জন। মঙ্গলবার আরও ১০জন সুস্থ হয়েছেন। এ দিয়ে মোট সুস্থতার সনদ পেয়েছেন ৩শ ৪৪ জন।
মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের হাতে মোট ৫১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৩০জনের পজিটিভ। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৬ জন, আলমডাঙ্গা উপজেরায় ৯জন ও দামুড়হুদা উপজেলায় ৫ জন। জেলা সদরের ১৬ জনের মধ্যে পুরাতন হাসপাতাল পাড়ার ২জন, বুজরুকগড়গড়ি বনানি পাড়ার ১জন, থানা কাউন্সিলপাড়ার ১জন, স্বাস্থ্য সহকারী একজন, সাদেক আলী মল্লিকপাড়ার ১জন, সাতগাড়ির ১জন, আলুকদিয়ার ১জন, দৌলাতদিয়াড়ের ১জন, মাঝেরপাড়ার ১জন, আরামপাড়ার ২জন, সদর হাসপাতাল সড়কের ১জন, জাফরপুরের ১জন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ২জন। আলমডাঙ্গা উপজেলার ৯জনের মধ্যে হারদীর ১জন, হারদী গোপালদিয়ার ১জন, ওসমানপুরের ১জন, পরিবার পরিকল্পনা বিভাগের একজন এফ ডাবলু, মিয়াপাড়ার ১জন, খেজুরতলার ১জন, মুন্সিগঞ্জ জেহালার ১জন ও ব-বিলের ১ জন। দামুড়হুদা উপজেলার ৫ জনের মধ্যে দর্শনা পুরাতন বাজারপাড়ার ১জন, লোকনাথপুরের ১জন, দামুড়হুদা থানা পাড়ার একজন, দর্শনা হল্ট চাঁদপুরের একজন ও কার্পাসডাঙ্গার ১জন। এ দিয়ে জেলায় মোট ৬শ ৮৮জন আক্রান্ত হলেন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৪ জন। মঙ্গলবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৪৬ জন ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন ২শ ৮৫ জন। মঙ্গলবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ৬৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমের পর দুপুর থেকে স্বস্তির বৃষ্টি শুরু
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ