চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে খাদিজা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা থেকে রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু। শুক্রবার বেলা ১১টার দিকে স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন সম্পর্ণ করা হয়।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া খাদিজা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডের বিল্লাল হোসেনের স্ত্রী। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির জানান, বৃহস্পতিবার সকালে খাদিজা বেগম শ্বাসকষ্ট, ডায়বেটিকস, কিডনি সমস্য নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি হন। তারপর করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। বৃহস্পতিবার রাত থেকে ওই নারীর অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহি নেওয়ার পথে নাটোর জেলায় পৌছালে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। রাতেই লাশ ফিরিয়ে নিয়ে সদর হাসপাতালে রাখা হয়। শুক্রবার স্বাস্থ্য বিধি মেনে লাশ স্বজনদের কাছে দেওয়া হয়। করোনা রিপোর্ট আসলে বোঝা যাবে।