কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা সদরের কোর্টপাড়ার ৬৩ বছর বয়সী এক নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (২১ জুন সকালে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে চিকিৱসাধীন থাকা অবস্থায় মারা গেছেন। এই নারী কুষ্টিয়া সদর উপজেলা সমাজ সেবা অধিদফতরের কর্মী ছিলেন।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার বলেন, শনিবার রাত আড়াইটায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসা এই নারীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। এ অবস্থায় রোববার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। এ নিয়ে এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হল বলে জেলার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। রোববার মারা যাওয়া নারীর দাফন স্বাস্থ্য বিধি মেনে সম্পন্ন করার প্রক্রিয়া করা হয। সিভিল সার্জন বলেন, এর আগে জেলার কুমারখালী, দৌলতপুর ও ভেড়ামারায় তিনজন মারা যান। শনিবার সন্ধা পর্যন্ত জেলায় মোট ৩৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।