মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সৌদি প্রবাসী আকালী ওরফে সাহাজদ্দীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তার মৃত্যুর খবর মোবাইল ফোনের মাধ্যমে গ্রামে পৌঁছালে পরিবার ও গ্রাম জুড়ে চলছে সোকের মাতম।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মসজিদ পাড়ার মৃত আমোদ আলী বিশ্বাসের মেজ ছেলে ৪ সন্তানের জনক সৌদি প্রবাসী আকালী (৫৫) মৃত্যু বরন করেছেন। প্রবাসে করনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে এলাকায় খবর রটেছে। তবে একই গ্রামের মুজিবরের ছেলে সাহেব মোবাইল ফোনে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পারিবারিক সূত্র জানায়, ভাগ্যের চাকা ঘোরাতে প্রায় ১২ বছর আগে সৌদি আরব পাড়ি জমায় সে। সেখানে থাকা কালে সম্প্রতি আাকালী করোনা ভাইরাসে আক্রান্ত হয় বলে জানা যায়। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩-৪দিন আগে মারা যায়। বিষয়টি গোপনে রাখলেও আজ মঙ্গলবার বিষয়টি মৃত্যুর খবর মোবাইল ফোনের মাধ্যমে জানাজানি হলে মৃতের স্ত্রী সন্তানসহ কান্নায় ভেঙে পড়ে। পরিবার ও গ্রাম জুড়ে চলতে থাকে শোকের মাতম। তবে পরিবারিক ভাবে বিষয়টি করোনা নয় বলে দাবি করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ