আলমডাঙ্গা ব্যুরো: ১২ মাসের বকেয়া বেতনভাতা ও ঈদ বোনাসের দাবিতে ল্রধান সড়কে নেমে বিক্ষোভ করেছেন আলমডাঙ্গা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিরা। ২০ মে দুপুর পর ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা বিক্ষোভ করেন। “১২ মাসের বেতন বকেয়া কেন জবাব চাই” “ এমন শ্লোগানে শ্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারিরা দীর্ঘ ১২ মাসের বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে তাদের মানবেতর দিনযাপনের কাহিনি বর্ণনা করেন। আসন্ন ঈদেও তারা কোন বেতন বোনাস পাননি। ফলে ঈদ তো দূরের কথা ন্যূন্যতম পেটের ক্ষুদা মিটানো এখন বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যান্যের মধ্যে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর সভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার লিপু, ক্যাশিয়ার মিজানুর রহমান, পৌর সচিব রাকিবুল ইসলাম, হিসাব রক্ষন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রধান সহকারী খাইরুল ইসলাম, এ্যাসোসর আব্দুল হামিদ, ষ্টোর কিপার হামিদুল ইসলাম নিলা, স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান, বাতি পরিদর্মন রোকনুজ্জামান, স্বাস্থ্য সহকারী মোস্তাফিজুর রহমান, বিদ্যুৎ লাইন ম্যান আব্দুস সাত্তার, কনজারভেনশন ইন্সপেক্টর আশাদুল ইসলাম,সুপাভাইজার মামুনুর রহমান, সহকারী কর আদায়কারী মোস্তাক আহমেদ, মিনারুল ইসলাম, লিয়াকত আলী, গোলাম মোস্তফা, জহুরুল ইসলামসহ পৌর সভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।