অজ্ঞাত যুবককে কপালে গুলি করে খুন
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার শুড়া গ্রামের একটি ব্রিজের ওপর থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ওই গ্রামের দোলখালীর মাঠের রাস্তার ব্রিজের ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথার বাম দিকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে নিহত ওই যুবকেরর পরিচয় জানা যায়নি। তার পরনে কাল প্যান্ট ও চেক শার্ট রয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। হত্যাকা-ের রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার ভোরে এলাকাবাসী দোলখালীর মাঠে কৃষি কাজের জন্য গেলে সেতুর ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তারা পুলিশকে সংবাদ দেন। পরে এ খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ওই মরদেহের মাথায় গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
সূত্রে জানায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা ও ঝিনাইদহের হরিণাকু-ু থানার সীমান্ত দোলাখালী ব্রিজ। ব্রিজের ওপর হত্যাকা- ঘটনায় দুই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে হরিণাকু-ু থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ বিষয়ে হরিণাকু-ু পৌরসভার মেয়র মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে যাই। পার্শ্ববর্তী আলমডাঙ্গা ও হরিণাকু-ু উপজেলার বর্ডার এলাকার কয়েক গ্রামের মাঝে দোলখালী মাঠের ব্রিজের কাছে ঘটেছে।
স্থানীয় হাসান আলী নামের এক ব্যক্তি জানান, রোববার রাত ১০টার দিকে দুটি গুলির শব্দ শুনতে পান তারা। আতশবাজির শুব্দ ভেবে কেউ সেখানে যাননি। সোমবার সকালে রাস্তার পাশে যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেন তারা।
হরিণাকু-ু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সকালে ওই ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা খবর দেন। হত্যাকারীরা তার মাথার বাম দিকে গুলি করেছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেছ। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি কেউ। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ