সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা আজ শনিবার গেছে। রোববার (৩০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। ।শনিবার (২৯ মার্চ) মক্কা সময় সন্ধ্যার পর এক বিবৃতিতে সৌদির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে ।
এবং রোববারকে আনুষ্ঠানিকভাবে ঈদের শুরু হিসেবে ঘোষনা করা হেয়েছে। ।বিশ্বব্যাপী পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের দিনটি চিহ্নিত করতে শাওয়াল মাসের চাঁদ দেখা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইরানসহ অনেক দেশই ঈদের তারিখ ঘোষণা করেছে।। এর আগে, সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক মাধ্যমে এক পোস্টে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশের ২০টিরও বেশি স্থানে পর্যবেক্ষণ কার্যক্রমের কথা জানায়।
ইসলামিক হিজরি মাসগুলো ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হয়। সৌদি আরবে ২৯ রমজানে চাঁদ দেখা যাওয়ায় পবিত্র মাসটি ২৯ মার্চ শেষ হবে এবং ৩০ মার্চ ঈদ শুরু হবে। দিুকে রোববার সন্ধ্যায় দেশের চাঁদদেখা কমিটি বৈঠকে বসবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.