বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার পিলজং ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কে বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- উৎপল রাহা (৪৫), নয়ন দত্ত (২৫) ও আব্দুল হাই (৫৫)। আহত নুর মোহম্মদকে (৬০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফকিরহাট থানার ওসি সাইদুল আনাম জানান, নোয়াপাড়া থেকে ফকিরহাটগামী যাত্রীবাহী ইজিবাইকটি বৈলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ইজিবাইকের চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত এক যাত্রীকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ