সকল অপশক্তিকে রুখে দিয়ে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো
দামুড়হুদায় ইউনিয়ন আ.লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে এমপি টগর
স্টাফ রিপোর্টার: সকল অপশক্তিকে প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হবে বলে দৃঢ় প্রত্যয় বক্ত করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। সকল নেতকর্মীকে এক কাতারে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দলের স্বার্থে, দেশের স্বার্থে ভেদাভেদ ভুলে সকলকে এক কাতারে এসে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ একটি বড় দল। দলে অনেক ত্যাগী নেতাকর্মী আছে। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। তবে প্রতিহিংসা পরিহার করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর উপরোক্ত মন্তব্য করেন। দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ। দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহম্মদ সোনা, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন মাস্টার, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াবুল ইসলাম, কুড়–লগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম, মহিলা আওয়ামী লীগ নেত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, আ.লীগ নেতা সেলিম উদ্দীন বগা, হাজি আমজাদ হোসেন, ইমতিয়াজ হোসেন, ইউসুফ আলী ইছা মেম্বার, শমশের আলী, জনাব আলী, মুনছুর মেম্বার, নুরুল মেম্বার, আশরাফুল আলম সুমন মেম্বার, দামুড়হুদা ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল হালিম ভূট্টু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, এমপি পুত্র মুনতাসির আজগার আকাশ, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক রায়হানুল ইসলাম, ছাত্রলীগ নেতা আরজু আহম্মেদ রাকিব, অপু, রনিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগরের মায়ের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।