আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালাল চক্রের তিন সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে কারাদ- দেয়া হয়েছে। এছাড়াও তাদের প্রত্যেককে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়ছে। গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী থেকে রোগীদের ভাগিয়ে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টার নিয়ে যাওয়া হয়। এমন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীদের প্রাইভেট ক্লিনিকে ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করা অবস্থায় ৩ যুবতীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া দালাল চক্রের ৩ যুবতীকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে বাড়ি ফিরে যান। এসময় ৩ যুবতী ভবিষ্যতে এ ধরণের গর্হিত কাজের সাথে সম্পৃক্ত হবে না মর্মে অঙ্গীকার করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ওসমানপুর ক্যাম্প পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।