জীবননগর ব্যুরো: রেমিটেন্স যোদ্ধা আব্দুল হালিম (৩৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের রিয়াদ হাসপাতালে মারা গেছেন। শনিবার ইন্তেকাল করেন তিনি। তার মরদেহ রিয়াদ হাসপাতালের মরচ্যুয়ারিতে রাখা হয়েছে। আব্দুল হালিম জীবননগর উপজেলা শহরতলীর নতুন তেঁতুলিয়া গ্রামের মৃত ম্যাগা মিয়ার বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইসলামিক সংগীত শিল্পি ও গ্যারেজ ম্যাকানিক আব্দুল হালিম দীর্ঘ দিন ধরে সৌদি আরবে রয়েছেন। সৌদি আরবের রিয়াদ শহরে ছোট ভাই আজাদকে নিয়ে তিনি একটি মোটর গ্যারেজ পরিচালনা করেন। রেমিটেন্স এ যোদ্ধার ঈদের পূর্বেই বাড়িতে আসার কথা ছিলো। বাড়িতে এসে জীবননগর ফিলিং স্টেশনের সামনে নবনির্মিত বাড়িতে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে উঠবেন এমনটিই কথা ছিলো তার পরিবারের সাথে। কিন্তু করোনা ভাইরাসের কারণে দেশে আর আসা হয়নি তার। আর কোন দিন আসবেনও না তিনি। সৌদি আরব থেকেই চির বিদায় নিলেও এ যুবক। তার লাশটিও দেশে আসার সম্ভাবনা নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে রেমিটেন্স এ যোদ্ধার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ