রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন
চুয়াডাঙ্গা-মেহেরপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : ঢাকার আয়োজনে তারেক রহমান
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ পায়, যেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে র্যালি, আলোচনাসভা ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
তারেক রহমান বলেন, কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক সব রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশে তর্ক বলে মনে করে। বরং বিএনপি মনে করে, রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং পাকিস্তানি গ্রুপ দিতে নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্যকর পন্থা। তিনি বলেন, বিএনপি মনে করে, রাষ্ট্রে জনগণের রাজনীতি ও অর্থনীতির ক্ষমতার নিশ্চিত না গেলে গণতন্ত্র, মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার শেষ পর্যন্ত কোনো কিছু টেকসই হয় না। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছে। সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার হাতে নিয়েছে। তবে এসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা বাড়তে থাকলে জনগণ হয়তো সরকারের সংস্কার নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। ইতোমধ্যে জনগণের মনে প্রশ্ন উঠেছে, পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে জনগণের ক্রয় ক্ষমতার ভেতর আনতে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে? ফ্যাসিস্ট আমলের দায়ের করার লাখ লাখ মামলায় এখনো কেন মানুষকে আদালতের বারান্দার ছোটাছুটি করতে হচ্ছে? তিনি আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকার তাদের সংস্কার বা গৃহীত পরিকল্পনায় ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে। এরই মধ্যে তারা একাধিকবার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রদল নেতারা বক্তব্য দেন।
চুয়াডাঙ্গায় দিনটি উপলক্ষে জেলা ছাত্রদল, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল বিভিন্ন কর্মসূচি পালন করে। দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় ভি.জে স্কুল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসম্পাদক জুয়েল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, হুমায়ুন কবির আকাশ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুম আরাফাত, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান প্রমুখ। বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ উপস্থিত থেকে র্যালিটি সুশৃঙ্খলভাবে বের করে দেন। র্যালিটি নিয়ে শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি মো.শাহাজান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্মসম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরন, আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনিসুর রহমান, সদস্য সচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল ইকবাল, সদস্য সচিব সাইমুম আরাফাত প্রমুখ। র্যালি শেষে সাহিত্য পরিষদ চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। কর্মসূচি উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। রক্তদান করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনিসুর রহমানসহ আরো বেশ কয়েকজন। র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ সাহাবাজ সুজন, হুমায়ূন কবির আকাশ, এমএ মক্কি, মীর শুভ জামান, সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, শাহাবুদ্দীন আহমেদ, আশিকুর রহমান, তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্মসম্পাদক আবাবিল হোসেন সাদ্দাম, একরামুল হক, আহাদ আলী রাজা, সাইমুজ্জামান মিশা, সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান বিজন, রমজান আলী, শাহাজান আলী সান, সহসাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ ইরান, শহীদ বিশ্বাস, রাশিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, আইন বিষয়ক সম্পাদক কায়ছার আহমেদ জীবন, স্কুল বিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, সহযোগাযোগ সম্পাদক নাজমুল হোসাইন প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, নানা কর্মসূচির মধ্যদিয়ে আলমডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আলমডাঙ্গা শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়েে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক পিয়াল মাহমুদ সাদ্দাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহামুদুল হক তন্ময়, যুগ্মআহবায়ক মাসুদ রানা, মাহবুব হাসান মাবুদ, বকুল হোসেন, শাহাবুর রহমান, রফিকুল ইসলাম টগর, জীবন আহমেদ, রতন আলী, পৌর ছাত্রদলের যুগ্মআহবায়ক হাবিবুর রহমান রাজু, ওহাদুরজ্জামান শুভ, রিয়াজুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক শাওন পারভেজ, রাজ আহমেদ, টিপু সুলতান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সম্পাদকের মধ্যে সাইফ আহমেদ, মোস্তাফিজুর রহমান ইভান, রিপন বিশ^াস, তোহা হুসাইন, এনামুল হক, বিপুল কুমার সাহা, আশরাফুল হক, রিজভি আহমেদ, ফয়সাল রোহান, শাকিল হোসেন, নাইমুর রহমান শুভ, শাকিল আহমেদ, উপজেলার ১৫টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সম্পাদক ও অন্যান্যের মধ্যে ইমন আলী, আসিফ হুদা, শিপন আহমেদ, আব্দুল আওয়াল, তানভীর আহমেদ সবুজ, রনি আলম, হোসাইন আহমেদ, শাহিন আহমেদ, শালেক মাহমুদ নীরব, আব্দুর রাকিব জীবন, নাজমুল হোসাইন, আকছেদুর রহমান জনি, তুহিন আহমেদ, রাব্বী আলী, মাইনুল হাসান সিয়াম, নাসিম পারভেজ, রমজান আলী বিপ্লব, মাসুদুর রহমান তুহিন, নাজমুল হোসাইন, আশিক বিশ্বাস, রিদয় আহমেদ সুজন, ছাত্রদল নেতা রাসেল রেজা, সিপন, আব্বাস, সাকিব, লিখন, ওবাইদুল, মাহফুজ, নয়ন, লাবিব, শাওন, রিয়েল, স্বপন, টিটু ও সজল প্রমুখ।
অপরদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি হাজি মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদুল কাওনাইন টিলু ওস্তাদের চাতালে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক সামিউল হাসান সানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কায়সুল কাউনাইন রুবেল, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল আজম ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহবায়ক তৌফিক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক রানা, পৌর স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্মআহবায়ক মিঠু বিশ্বাস, পৌর যুবদলের যুগ্মআহবায়ক ফারুক, যুবদলের সুষম। উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক রহিদুজ্জামান রহিতের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক লিটন, পৌর ছাত্রদলের যুগ্মআহবায়ক লিখন, পৌর যুগ্মআহবায়ক রাজিব, পৌর যুগ্মআহবায়ক রুবেল, পৌর যুগ্মআহবায়ক সাইদ, কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক সুমন, নাজিব, উপজেলা ছাত্রদলের নেতা শামীম রেজা সাগর, পৌর ছাত্রদলের রাশেদ, পৌর ছাত্রদলের জাহিদ, উপজেলা ছাত্রদলের সবুজ, চপল, উপজেলা ছাত্রদলের মেহেদী আমিন জাহিদ, পৌর ছাত্রদলের নেতা অনিক, ছাত্রদলের নেতা ইউসুফ, সাইফ, শাওন, হিমেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাশেদ, রাসেল, রাজু, আরিফুল, অনিক, বাবলু, জুয়েল, রাজন মিয়া, সিজান, চয়ন, সোহাগ প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দর্শনা পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি মোরশেদুর রহমান লিংকন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব আল মামুন, যুগ্মআহ্বায়ক সাইদুর রহমান, আব্দুল মুকিত, সাফিউল সাব্বির, ছাত্রদল নেতা আরাফ খান মামুন, ফয়সাল, আরিফ হোসেন, শেখর শাওন, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্মআহ্বায়ক রিয়েল ইসলাম লিওন, সাহেদ ইসলাম সুজন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, যুগ্মআহ্বায়ক মোফাজ্জল হোসেন মোফা, রাজু আহমেদ, আরিফ হোসেন, সদস্য তানভীর অনন্ত, ডিপার্টমেন্ট ছাত্রনেতা আব্দুল হাই, ফারুক হোসেন, মুসফিকুর রহমান সাইফ, আবিদ, সজিব, লিখন, সাবেক ছাত্রনেতা মুন্না, মানিক, মাসুদ, কলেজ ছাত্রদল নেত্রী মাইমুনা, ইসরাত জাহান মিতু, ঐশি, ইভা, বর্ষা, স্মৃতি, সানজিদা, সাদিয়া, আলকিমা, নাফিজা, জুবাইদা, তুজাউন, রাবিয়া, সারজিনা, আফিয়া প্রমুখ।
এদিকে দর্শনা পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে র্যালি বের করা হয়। দর্শনা পুরাতন বাজার থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শাহরিয়ার শুভ মুক্তমঞ্চে সমবেত হয়। র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক আলতাব হোসেন, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক হাসিবুল হাসান শান্ত, সাবেক ছাত্রদল নেতা রাসেদ আহমেদ সজিব, রাজ হোসেন, খালিদ সাইফুল্লাহ, টিটু, দর্শনা থানা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সামাউল ইসলাম, শিমুল, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্মআহ্বায়ক আসিম, সাফায়েত জামিল, সোয়েব, হাসান, অমিন, রিফাত, রাসেদ আহমেদ, মুবিন রহমান, রাফি, লিমন, শিবলু, আকাশ, রানা, মিরাজ, রায়হান, সিরাজ, রাফিজ, শরিফুল, ফয়সাল, মঈনুদ্দিন, সুজন, সজল, ফরহাদ, তরিকুল, তরিক, অভি, মিলন, রাব্বি, সোহেল, ফারুক, রজনু, রোকনুজ্জামান প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আয়োজনে এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও কেক কাটা হয়। দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির। প্রধান আলোচক ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, দামুড়হুদা উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্মআহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম, যুগ্মসাধারণ সম্পাদক মো. আনছার আলী, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক ইনজামামুল হক, মুকুল প্রমুখ। সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমডিকে সুলতান।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে র্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রিজ মোড়ে এসে শেষ। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল নেতা খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমডিকে সুলতান। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল নেতা আকরাম আলী, খালিদ হাসান, সাগর আলী, পলক, সোহেল রানা, দেলোয়ার হোসেন (১), দেলোয়ার হোসেন (২), চঞ্চল মিয়া, সাব্বির রহমান, হাবিবুর রহমান, শরিফুল ইসলাম, জহিরুল, সোহেল রানা (২), রাকিব মিয়া, আকসারুল মিয়া প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে ছাত্রদলের উপজেলা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বধুবার সকালে শহরে র্যালি বের করা হয়। র্যালি শেষে বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তমঞ্চ থেকে ঢাক ঢোল বাঁজিয়ে আবির মেখে এক বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে র্যালিটি আবার মুক্ত মঞ্চে এসে শেষ হয়। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনাসভায় সভাপতিত্ব করেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজান কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমান। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মকছেুদুর রহমান রিমনের উপস্থাপনায় আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন জীবননগর পৌর ছাত্রদল আহ্বায়ক কিরন হাসনাত রাসেল, ছাত্রদল নেতা শাহেদ আল সাহাব আফ্রিদি, তৌফিকুজ্জামান শ্রাবন, কামরুজ্জামান জয়, সাব্বির হোসেন রিংকু, রিমন শাহারিয়ার, হাবিবুর রহমান, মনোহরপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি-কাজী মুক্তার, সহ-সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম তিতাস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও ছাত্রদলের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে করে এই কর্মসূচি শুরু হয়। পরে মেহেরপুর সরকারি কলেজমাঠ থেকে মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমানের নেতৃত্বে র্যালি বের হয়ে মেহেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদল সহ সভাপতি নাহিদ মাহবুব সানি, মেহেরপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি জুয়েল রানা, জেলা ছাত্রদল যুগ্মসম্পাদক আমির হাসান হিমেল, মেহেরপুর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক নাজির আহমেদ, গাংনী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, গাংনী পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ সাকিল, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন, মুজিবনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজুর রহমান আফিরুল প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্মআহবায়ক আমিরুল ইসলাম, যুগ্মআহবায়ক ফয়েজ মোহাম্মদ, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি ইলিয়াস হোসেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনছা-উল-হক, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান হাফি, সাবেক সহসভাপতি এমএকে খাইরুল বাশার, সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নাজমুল হক লিটন, সাবেক পৌর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, বিজ্ঞ পিপি আবুসালে মোহাম্মদ নাসিম জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, মেহেরপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, আব্দুল লতিফ, মোশিউল আলম দিপু, নাহিদ আহম্মেদ প্রমুখ।
এদিকে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে মেহেরপুর জেলা ছাত্রদল। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর বোসপাড়া বিএনপি অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন চাঁদ, সিনিয়র যুগ্মসম্পাদক রাশিদুল ইসলাম রাজন, দপ্তর সম্পাদক লিজন আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহী, সদস্য সচিব জারজিস ইউসুফ রৌমিক, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ, সাবেক ছাত্রনেতা আহমেদ রাজিব খান, সাবেক ছাত্রনেতা আহমেদ রনিসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। থ্যালাসেমিয়া রোগী দুইটি শিশুকে জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহি স্বেচ্ছায় রক্তদান করেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন প্রধান অতিথি হিসেবে থেকে থ্যালাসেমিয়া রোগী দুইটি শিশুর পরিবারের হাতে রক্তের ব্যাগ তুলে দেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.