রাষ্ট্রদ্রোহী পরাজিত শক্তিদের মোকাবেলা করতে আ.লীগের নেতাকর্মীরা রাজপথে প্রস্তুত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিক্ষোভ সমাবেশে বক্তারা
স্টাফ রিপোটার: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সামবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এটা দেখে স্বাধীনতার পরাজিত শক্তি ও তাদের দোসরদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে দৃষ্টতা দেখিয়েছে। তার এদেশে আরেকটি ১৫ আগস্টের জন্ম দিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এসব রাষ্ট্রদ্রোহী পরাজিত শক্তিদের মোকাবেলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার আছে। রাজপথেই তাদেরকে মোকাবেলা করা হবে। বক্তারা আরও বলেন, বিএনপি সরকারকে ক্ষমতা থেকে নামাতে ষড়যন্ত্র করছে। দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। তাদের রাজপথে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করা তো দূরের কথা, তার গায়ে কেউ একটা আঁচড় দেয়ার কথা চিন্তা করলে তাদের সেই দাঁত কীভাবে ভেঙে দিতে হয়, তাদের কীভাবে শায়েস্তা করতে হয় সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানেন। কিন্তু ষড়যন্ত্রের রাজনীতি থেকে বের হতে পারেনি বিএনপি। শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয় তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আওয়ামী লীগ দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে প্রস্তুত আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল সোমবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডের বিশ্বাস টাওয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বড় বাজার চৌরাস্তার মোড়ে গিয়ে একটি প্রতিবাদ সভা করে। প্রতিবাদসভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি ও মোমিনপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক মুক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন ও জেলা ছাত্রলীগের সদস্য গাজি ইমদাদুল হক সজল প্রমুখ। এ সময় সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জেলা কৃষকলীগের সহসভাপতি সলিল, আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদ সুলতান মাহমুদ দীপন, দফতর সম্পাদক মো. জনি, সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেল্লা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু তাহের, আব্দুল আলিম, আসাদুজ্জামান সবুজ, ইমরান আহমেদ বিপ্লব, পাপেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সামি তাপু, পৌর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওয়াশিম, সাধারণ সম্পাদক মামুন, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক টোকন, ৪নং ওয়ার্ড সভাপতি জিন্টু, ৫নং ওয়ার্ড সভাপতি তাওয়াত, সম্পাদক তুহিনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। গতকাল সোমবার বিকেল ৪টায় জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা, যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, হাসানুল ইসলাম পলেন, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সামিউল শেখ সুইট, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ ম-ল, তারভীর রেজা টুটুল, দিপু বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রানা, সাধারণ সম্পাদক খান জাহান, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক বিপ্লব, জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোকলেছুর রহমান শিলন চেয়ারম্যান, যুগ্মআহ্বায়ক বকুল হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের সদস্য সালাউদ্দিন, শংকর চন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, জিসান,পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বিপ্লব হোসেন, মোমিনপুর ইউনিয়ন যুবলীগ নেতা মমিন, ছোট, আলোকদিয়া ইউনিয়ন যুবলীগ নেতা বক্কর, মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা জাকির, সোহাগ, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা রিংকু। এ সময় আরো উপস্থিত ছিলেন লোকমান, রনি, মোনাজাত, সুমন, সজল, হাসান, লিপ্টন, আশা, নুর, জনি, রুবেল, জুয়েল, মামুন, শান্ত, সঞ্জু, মাহিবুল ,শ্যামল, হেলাল, মিতুল, ফিরোজ, মাহফুজ, আরাফাত, সবুজ, বক্কর, ছরো, সজীব, রমজান, হাসান, কাজল, সাজু, জিহাদ, জনি, বিপ্লব, সৈকত, বিশাল, মুন্না, আলামিন, শেখ আনোয়ার, মরান ফেরদৌস, মিলন, পিয়াস, বিপুল, সৌরভ, ওয়াসিম, সাহেদ,আলী প্রমুখ।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার বেলা সাড়ে ৪টার দিকে যুব মহিলা লীগের কার্যালয়ের সামনে থেকে যুব মহিল জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ হাসান চত্বরে গিয়ে সমাপ্তি হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যব মহিলা লীগের সহ-সভাপতি শিউলি খাতুন, সহ-সভাপতি পূর্ণিমার হালদার, যুগ্মসাধারণ সম্পাদক আলীজা খাতুন, সাংগঠনিক সম্পাদক সপ্না খাতুন চিনি, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কাজলী খাতুন, আলমডাঙ্গা উপজেলা মহিলা লীগের সভাপতি মনিরা পারভীন, সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, আলমডাঙ্গা উপজেলার জেহালা, হারদী, খাদিমপুর, ভাংবাড়িয়া, কালিদাসপুর, গাংনী, বেলগাছী, আইলহাস, কুমারী, ডাউকি, বাড়াদী, নাগদহ, খাসকররা ও জামজামি ইউনিয়ন পরিষদের সকল মহিলা মেম্বারগণ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলীয় অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলিফ উদ্দিন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, শাহ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজু লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী কালেদুর রহমান অরুন, আলম হোসেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ডা. অমল বিশ^াস ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, আবু সাঈদ পিন্টু, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, শেখ আশাদুল হক মিকা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে রাহাব আলী, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, খন্দকার আব্দুল বাতেন, মকবুল, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম লাল্টু, আবু তাহের আবু, রকিবুল ইসলাম, হাফিজুর রহমান বাবলু, কুদ্দুস আলী, মিজানুর রহমান জমির, রুবেল হোসেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, খন্দকার মজিবুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রেজাউল হক তবা, মহসিন কামাল, নূর নবী, লাবলু, আক্তারুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্মআহবায়ক সাজ্জাদুল ইসলাম খান স্বপন, কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল রানা শাহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্ররীগের সাবেক সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান তমাল, হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, সাগর, যুবলীগ নেতা মিজানুর রহমান, সৈকত খান, রকি, অটল, মিরাজুল ইসলাম রঞ্জু প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাফুজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দর্শনা পৌরসভা মেয়র আতিয়ার রহমান হাবু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অ্যাডভোকেট আবু তালেব, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, উপজেলা যুবলীগের সাবেক যুগ্মআহ্বায়ক এসএম মহসিন, সাবেক ছাত্রনেতা হযরত আলী, জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংক প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাসস্ট্যান্ডের টাইগার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ হতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহীর সমাবেশ হতে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম. হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান। উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসার সঞ্চালনায় এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মেহেরপুর অফিস জািনয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ ড. শামসুজ্জোহা নগর উদ্যানের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, যুগ্ম-সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোসারফ হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে সোমবার রাতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অন্যিান্যের মধ্যে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, আওয়ামীলীগ নেতা আব্দুর রেজা, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, ছাত্রলীগ নেতা শোভন সরকার প্রমুখে উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহবায় ও মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটনের সভাপতিত্বে মেহেরপুর পৌর গেটে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হোসেন চাদু, পৌর কাউন্সিলর আল মামুন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমূখ। এদিকে এর আগে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহবায় মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
এদিকে রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেয়ার প্রতিবাদে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। এদিন দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বায়েজিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাকিব। এদিকে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ ও সাধারণ সম্পাদক কুতুবুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর সরকারি কলেজ চত্বর থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কলেজ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বায়েজিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সামবার দিনব্যাপী গাংনী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথক কয়েকটি আয়োজনের মধ্যদিয়ে প্রতিবাদ জানানো হয়। বিকেলে গাংনী আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই বিক্ষোভ মিছিলের সমাপ্তি হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীড় অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।
এদিকে বিকেলে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের নেতৃত্বে থানা রোড থেকে পৃথক আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে থানা রোডে মুকুলের বাস ভবনের সামনে সমাবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকার্মীরা। এদিকে সকালে গাংনী সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজ ছাত্রলীগ। কলেজ ছাত্রলীগ সভাপতি শাহিন আহমেদ ও সাধারণ সম্পাদ ফিরোজ আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাস স্ট্যান্ডে সমাবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগরে বিক্ষোভ মিছিল করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ প্রতিবাদী অনুষ্ঠান থেকে আবু সাইদকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজা দাবি করা হয়। দুপুরে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল থেকে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। মিছিলটি স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এস এম মাহাবুব আলম রবি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মুজিবুর রহমান মধু বিশ্বাস, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, আব্দুর রশিদ বল্টু, মঈনুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, উপজেলা যুব মহিলালীগের সভাপতি তকলিমা খাতুন সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, উপজেলা ইয়াং বাংলা ফিউচার সভাপতি হাসানুজ্জামান লালটু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।