রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকেই ঐকমত্য কমিশনের সংলাপ শুরু

জামায়াত সুপারিশ জমা দেবে আজ : বিএনপির মতামতও চূড়ান্ত

স্টাফ রিপোর্টার: সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিচ্ছে রাজনৈতিক দলগুলো। নির্ধারিত সময়ে জমা না দিয়ে সময় চাওয়া দলগুলো পর্যায়ক্রমে তাদের মতামত জমা দিতে শুরু করেছে। আজ জামায়াতে ইসলমীর পক্ষ থেকে মতামত জমা দেয়া হবে। সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজের কাছে এই প্রতিবেদন জমা দেবেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিএনপি’র মতামতও চূড়ান্ত। দলীয় সূত্র জানিয়েছে, আজ কিংবা শনিবার বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দলীয় মতামত জমা দিতে পারেন। প্রথম দিনে সংলাপে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বেলা ৩টায় সংসদ সচিবালয়ে ওই সংলাপ অনুষ্ঠিত হবে। লিখিত মতামত পাওয়ার পর অন্য দলগুলোকে সংলাপে ডাকবে কমিশন। তবে এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বড় রাজনৈতিক দলগুলোর অনেকেই লিখিত মতামত জমা দেয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, আগামী শনিবার দুটি ও রোববার একটি দল সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে সব দলকে আমন্ত্রণ জানানো হবে। ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংলাপে থাকছেন না। সংলাপে নেতৃত্ব দেবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জামায়াতে ইসলামী লিখিত মতামত জমা দেয়ার কথা জানিয়েছে। বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগ চলছে। দ্রুতই তারা মতামত জমা দেবেন বলে জানিয়েছেন। এনসিসি জানিয়েছে, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ১৫টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। দলগুলো হচ্ছে-লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), আমজনতার দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য, জাতীয় গণফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এ ছাড়া ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েক দিনের মধ্যে জমা দেবে বলে জানিয়েছে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। বিগত ১৫ ফেব্রুয়ারি কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে ৫টি সংস্কার কমিশনের উল্লিখিত সুপারিশের ওপর মতামত চেয়ে স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেয়া হয়েছে। কমিশনগুলো হচ্ছে-সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More