স্টাফ রিপোর্টার: মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মুকুলকে আটক করে পুলিশে দিয়েছে র্যাব। গতকাল রাতে তাকে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ আটক করা হয়। র্যাব এ তথ্য জানিয়ে বলেছে, গাংনীর হিজলবাড়িয়া সড়কে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিদেশী একটি পিস্তল, ১ রাউন্ড গুল, একটি ম্যাগজিন, ১টি মোবাইলফোন ও দুটিস সিমসহ আটক করা হয়।
র্যাব আরও জানিয়েছে, র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প’র একটি অভিযানিকদল গোপন সংবাদের বিত্তিতে মেহেরপুর গাংনীর হিজলবাড়িয়া সড়কের মালসাদহ গ্রামস্থ স্টার ব্রিক’র সামনে অবস্থান নেয়। র্যাব’র উপস্থিতি টের পেয়ে মুকুল দ্রুত সরে পড়ার চেষ্টা করে। তাকে আটক করা হয়। শরীর তল্লাশি করে উদ্ধার হয় পিস্তুল গুলি ও মোবাইালফোন। অটকের পর তাকে র্যাব ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মেহেরপুরের গাংনী থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে। মুকুল (৫৩) মেহেরপুর গাংনীর সাহারবািিট গ্রামের মৃত নেক মোহাম্মদের ছেলে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ