মেহেরপুর অফিস : গত ২৪ ঘন্টায় মেহেরপুরে আরো ১৮ জন করোনা পজেটিভ রোগি সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা পজেটিভ রোগির সংখ্যা ২৮৬ জন হলো। গতকাল বুধবার রাত ১০ টায় মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা ১২ জন ও গাংনী উপজেলার ৬ জন।
সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন আরো জানান- কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে ৪১ টি নমুনা পরীক্ষার ফল আসে। এর মধ্যে ১৮ টি নমুনা পজেটিভ ও বাকি ২৩ টি নেগেটিভ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত মেহেরপুর জেলার মোট ২৮৬ জন আক্রান্ত। যার মধ্যে ১৫৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন ৮ জন। আর বাকি ১২৭ জন রোগি হোম আইসোলেশনে রয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় আরও ৫১ জনের করোনা শনাক্ত : নতুন ১০২ জনের নমুনা সংগ্রহ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ