মেহেরপুর অফিস: বেপরোয়া গতিতে গাড়ি চালানো সময় ২জন নিহত হওয়ার ঘটনায় ট্রাক চালক মহাসীন গাজীকে পৃথক দুটি ধারায় ৩ বছরের কারাদণ্ড, ৪ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই ঘটনায় ২জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. তারেক হাসান এ রায় দেন। সাজাপ্রাপ্ত মহসিন গাজী মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মান্নান গাজী ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২৭ ডিসেম্বর সকালের দিকে মহাসিন গাজী বালি বোঝাই ট্রাক-ঢাকা মেট্রো-ট-১৬-৪৬৫৩ চালিয়ে মেহেরপুর সদর উপজেলার উজলপুর যাওয়ার পথে উজলপুর সাহাজি পাড়ার মোড় এলাকায় যাত্রী বোঝাই একটি আলগামনকে ধাক্কা দেয়। ওই সময় সদর উপজেলার মনোহরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে লিটন এবং তেরোঘরিয়া গ্রামের ইয়াসতুল্লার ছেলে ইফাজলুল্লাহ মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় মোশাররফ হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় ২৭৯/৩০৪ পেনাল কোর্ড (বেপরোয়া গতিতে গাড়ি চালানো মৃত্যু) ধারায় মহাসিন গাজীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে ২০১২ সালের ২৯ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৭জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন, এতে ট্রাকচালক মহাসিন গাজী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২৭৯ ধারায় এক বছর ৬ মাসের কারাদ-, ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড এবং ৩০৬ ধারায় ১ বছর ৬ মাস কারাদ-, ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন। মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর নার্গিস সুলতানা এবং আসামিপক্ষে অ্যাড. খন্দকার আব্দুল মতিন কৌশলী ছিলেন।