মেহেরপুরের আমদহ ইউনিয়নকে মডেল ইউনিয়ন করা হবে
আশরাফপুরে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আওয়ামী লগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, আমদহ ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। এই ইউনিয়ন উন্নয়নের জোয়ারে বইয়ে দেয়া হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আরো বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে জামাত-বিএনপি জোট সরকারের সময় এ এলাকার মানুষ ঘরে থাকতে পারতেন না সন্ত্রাসী ও চাঁদাবাজদের কারণে। আপনারা দিনের পর দিন গ্রামছাড়া ছিলেন। কিন্তু এখন আর সেই কাজটি হয় না। এখন আপনার নিরাপদে বাড়িতে ঘুমিয়ে থাকেন, কোনো সন্ত্রাসী নেই। কোনো চাঁদাবাজি নেই। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বিদ্যালয় মাঠে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দীন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম। জনসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কাজী শহীদুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, প্রধান শিক্ষক তাজউদ্দীন প্রমুখ। এদিকের সমাবেশ শুরু হওয়ার প্রাক্কালে মুষলধারে বৃষ্টি হলেও বৃষ্টি থামার পরপরই সেখানে বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ সমাবেশস্থলে সমবেত হন। পরে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে এদিন বিকেলে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ তলা ভবনের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের ফিতা কেটে এবং নামফলক উম্মোচন করে উদ্বোধন করেন। এ সময় সেখানে পুলিশ সুপার মো. রাফিউল আলম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দিন সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান (গ্রেড -১) মোঃ আলি কদর প্রমুখ।