মুজিবনগরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙলো ছাত্র-জনতা

ভাঙা ভাস্কর্য পড়ে ছিলো ২ কি.মি দূরে

মেহেরপুর অফিস: মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য দুই কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজার এলাকায় সড়কে পড়ে ছিলো। গতকাল শুক্রবার ভোরে স্থানীয় লোকজন মুজিবনগর থানায় খবর দেন। পরে পুলিশ এসে ম্যুরালের ক্ষতবিক্ষত অংশ তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন বলেন, গত বৃহস্পতিবার রাত ১২টার পর শতাধিক তরুণ মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ভেতরে ঢোকেন। পরে শুক্রবার ভোরে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বেশির ভাগ অংশ কেদারগঞ্জ বাজার এলাকায় সড়কে পড়ে ছিলো। পড়েথাকা অংশে মাথা ও হাত ছিলো না। খবর পেয়ে পুলিশ এসে ভাস্কর্যের ভাঙা অংশ নিয়ে গেছে। মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করা হয়েছে। মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।’ এর আগে আওয়ামী লীগ সরকার পতনের দিন গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে শতাধিক তরুণ-যুবক রড, বাঁশ ও হাতুড়ি নিয়ে স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করেন। প্রথমে তারা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটির মাথা ভেঙে গুঁড়া করে ফেলেন। একই সময় এলোপাতাড়ি ‘১৭ এপ্রিলের গার্ড অব অনার’ ভাস্কর্যে আঘাত করা হয়। আরও একটি বিক্ষুব্ধ দল অন্য ভাস্কর্যগুলোতে ভাঙচুর চালায়। কমপ্লেক্সের মধ্যে দেশের মানচিত্রের আদলে তৈরি করা মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরে যুদ্ধের বর্ণনাসংবলিত ছোট ভাস্কর্যগুলো ভেঙে আশপাশে ছুড়ে ফেলা হয়। শহীদ স্মৃতিসৌধের প্রধান ফটকটি ভেঙে নিয়ে যাওয়া হয়। ওই সময় ৩০০টি ছোট-বড় ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More