মুজিববনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে মোমিনুল ইসলাম নামের এক ভুয়া প্রাণি চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। দ-িত ভুয়া প্রাণি চিকিৎসক মোমিনুল ইসলাম মুজিবনগরের রশিকপুর গ্রামের মোসাদ আলী শেখের ছেলে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অভিযোগ ছিলো মোমিনুল দীর্ঘদিন ধরে কোনোপ্রকার সনদ ও চিকিৎসার স্বপক্ষে কোনো ডিগ্রি ছাড়াই প্রাণি চিকিৎসা করে যাচ্ছিলেন। তার প্রাণিসম্পদ অধিদফতর থেকেও নেই কোনো অনুমতি। শুধুমাত্র ওয়েভ ফাউন্ডেশন থেকে কয়েক দিনের ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ নিয়েই নেমে পড়েন পশু চিকিৎসায়। এছাড়া বিভিন্ন সময়ে বেসরকারিভাবে গরুর কৃত্রিম প্রজনন বাবদ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে। পরিচালিত অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিস ও পুলিশের একটি টিম। অভিযানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, নিরাপদ খাদ্য অফিসার মো. রিয়াজ মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ