মেহেরপুরের গাংনীর নিখোঁজ ভিক্ষুক জোহরা খাতুনের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে গাংনী উপজেলা পরিষদের মধ্যে আনসার-ভিডিপি অফিসের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ হন তিনি।
জোহরা খাতুন গাংনী উপজেলার রাইপুর গ্রামের মৃত তাহাজ উদ্দীনের মেয়ে।
গাংনী থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, শুক্রবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাখুন্ডি বাজার এলাকায় ভিক্ষা করতে গিয়ে একটি পাখিভ্যানের ধাক্কায় আহত হন জোহরা খাতুন। এক ভ্যানচালক তাকে উদ্ধার করে গাংনী রাজা ক্লিনিকে নিয়ে যায়। এরপর সেখান থেকে ভ্যানচালক ও ভিক্ষুক জোহরা খাতুন নিখোঁজ হন। শনিবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে, ওই ভ্যানচালক রাতের আঁধারে জোহরা খাতুনের লাশ ফেলে রেখে চলে গেছে। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ জানান, উপজেলা পরিষদের মধ্যে আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে এক বৃদ্ধার লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ