কারচুপি জাল ভোট ও বাধা দেয়ার অভিযোগে সরে দাঁড়ালেন বিএনপির ৮ মেয়র প্রার্থী : গাড়িতে আগুন ও ভাঙচুর
স্টাফ রিপোর্টার: দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভা নির্বাচনে কোনোটিতে সংঘর্ষ, আবার কোনোটিতে এক রকম শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিভিন্ন স্থানে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এ নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল ও প্রার্থীর এজেন্টদের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বের করে দিয়েছেন। এ ছাড়া প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা, ভোটার ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে বেশ কিছু পৌরসভায়। ফেনীর দাগনভূঁঞায় এক কেন্দ্রে হাত বোমার বিস্ফোরণে একজন আনসার সদস্য আহত হয়েছেন। গাইবান্ধায় ব্যালট ও সরঞ্জাম নিয়ে কেন্দ্র থেকে ফেরার পথে পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেয়া হয়। এ ছাড়া ম্যাজিস্ট্রেট ও র্যাবের আরও দুটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। মেয়র প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে ঝিনাইদহের শৈলকুপায়। অনেক পৌরসভায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়েছেন। এ ধাপের ভোটে বেশির ভাগ পৌরসভায় ভোটার উপস্থিতি ভালো ছিলো। কেন্দ্র দখল, জাল ভোট দেয়ার অভিযোগে অনেক পৌরসভায় নির্বাচন বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থীরা। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চললেও অনেক পৌরসভায় ইভিএমে ভোট শেষ করতে সন্ধ্যা হয়। ৬০ পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম ও ৩১টিতে ব্যালট পেপারে ভোট হয়েছে। দু-একটি নগণ্য ঘটনা ছাড়া ‘অনেক সুন্দর’ নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। এ ধাপে ইভিএম ও ব্যালটে গড়ে ৬০-৭০ ভাগ ভোট পড়েছে বলে ধারণা দেন তিনি। বলেন, প্রচুর ভোটার উপস্থিতি ছিল। দু-একটি জায়গায় দুষ্কৃতকারীরা অপচেষ্টা করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে; এটা খুবই নগণ্য ঘটনা। বোয়ালমারীতে একটি কেন্দ্রে ব্যালটবাক্স ছিনিয়ে নেয়ার অপচেষ্টা করলে কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। কিশোরগঞ্জে একটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের দাবি-উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। আর নির্বাচন কমিশনের বক্তব্য-দু-একটা নগণ্য ঘটনা ছাড়া ভোটগ্রহণ সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে। পাবনার ঈশ্বরদীতে মারধর, কেন্দ্র থেকে বের করে দেয়া এবং জোর করে নৌকায় সিল মারাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি প্রার্থী। এজেন্টদের মারধর, কেন্দ্র থেকে বের করে দেয়া ও ইভিএমে জোর করে ভোট প্রদানের অভিযোগ এনে কুলিয়ার চর পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। ঢাকার সাভার পৌরসভা নির্বাচনে বেশির ভাগ কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট দেখা যায়নি। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী ভিন্ন কথা বলেছেন। রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট বর্জন করেন বিএনপি প্রার্থী। কেন্দ্র দখল, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থী। বরগুনায় পৌরসভা নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর অস্থায়ী প্রচার কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। একইভাবে সিরাজগঞ্জ সদর, রাজশাহীর ভবানীগঞ্জ, কুষ্টিয়ায় মিরপুর, কুলিয়ার চর পৌরসভায় ভোট বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থীরা। এছাড়া মেহেরপুরের গাংনী পৌরসভার চার মেয়র প্রার্থীর মধ্যে তিনজন ভোট বর্জন করেছেন। প্রথম ধাপে ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হওয়ায় তেমন গোলযোগ ছিলো না। এবার দ্বিতীয় ধাপে অর্ধেক এলাকায় ব্যালট ও ইভিএমে ভোটের মধ্যে জোরজবরদস্তিসহ বেশ অভিযোগ এলো। এ নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও উদ্বেগ প্রকাশ করেছেন।
সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত ডালিম প্রতীকের প্রার্থী তরিকুল ইসলামকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। তার সমর্থকদের অভিযোগ, প্রতিপক্ষ উটপাখি প্রতীকের প্রার্থী সাহাদৎ হোসেন বুদ্দিন ও তার সমর্থকরা তরিকুলকে হত্যা করে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। তরিকুল নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। রাত পৌনে ১০টায় সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, ওই এলাকায় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তা নিয়ন্ত্রণে ব্যস্ত আছি। বিস্তারিত পরে জানানো যাবে। সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, তরিকুলের লাশ মর্গে রয়েছে। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নেত্রকোনা ও মোহনগঞ্জের বেশ কয়েকটি কেন্দ্রের বাইরে হামলা ও সংঘর্ষের ঘটনায় দুই কাউন্সিলর প্রার্থীসহ ৯ জন আহত হয়েছেন। মোহনগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্রের বাইরে সকাল ৯টায় প্রতিপক্ষের হামলায় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম রফিক আহত হন। এতে তার হাত ভেঙে যায়। একই কেন্দ্রের বাইরে দুপুর ২টায় কাউন্সিলর প্রার্থী আল্লাদ মিয়ার সঙ্গে অপর কাউন্সিলরদের বিতর্কের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দৌলতপুরের মেহেদী হাসান মারাজ, টিটু, রাব্বী, ইমরান, মতি ও গরুহাট্টার স্বপন আহত হন। আহতদের মধ্যে স্বপনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পরপরই দুপুর আড়াইটায় আদর্শ হাইস্কুল কেন্দ্রের বাইরে প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল আলম আহত হন।
কিশোরগঞ্জে সহিংসতা-সংঘর্ষ ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় কিশোরগঞ্জ পৌরসভার একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এটি হলো শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজ কেন্দ্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষের অন্তত ৫-৭ নেতাকর্মী আহত হন। এ সময় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ঘটে। কুলিয়ারচর পৌরসভা নির্বাচন বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থী নুরুল মিলাদ।
ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় শাহীন নামে এক ভোটার গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরেক ভোটার মাঈন উদ্দিন ও এক আনসার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। অনিয়ম, ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নিবাচনের দাবি জানিয়েছেন।
গাইবান্ধা পৌরসভার পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট গণনা নিয়ে উত্তেজিত জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। জনতা আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ম্যাজিস্ট্রেটের একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী অন্তত ৫০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। ভয়ে আশপাশের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। এদিকে ভোট শেষে সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় লিজু ও জজ নামে দুই যুবলীগ কর্মী আহত হয়েছেন। তাদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে হওয়া বাগবিত-াকে কেন্দ্র করে বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। পৌরসভার ৩নং ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মহসিন (২১) নামে এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে কুপিয়ে জখম করা হয়। ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) ডিভাইসে জটিলতা দেখা দেয়ায় ভোট দিতে পারেনি অনেকে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভোটাররা।
পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন ভোট বর্জন করেছেন। দুপুর ১টায় শহরের পূর্বটেংরী নিজ বাসভবন থেকে এ ঘোষণা দেন তিনি।
পাবনার সাঁথিয়া পৌরসভা নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত রিপন হোসেন নামে এক যুবককে ২ হাজার টাকা জরিমানা করেছেন। নির্বাচনী আচরণবিধি লংঘন করায় তাকে জরিমানা করা হয়েছে।
নাটোরের দুই কাউন্সিলর প্রার্থীর হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে তাদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার মিরপুর পৌরসভার পাইলট হাইস্কুল কেন্দ্রে বেলা ২টার দিকে মেয়র প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলা করে নৌকা প্রতীকের সমর্থকরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পৌরসভার বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, ভোট কারচুপির অভিযোগে ভোট বর্জন করেন বিএনপির প্রার্থী রহমত আলী রব্বান।
কুষ্টিয়ার কুমারখালীর ৮নং নির্বাচনী কেন্দ্রের কয়েকজন ভোটার অভিযোগ করেন, তারা ভোট দিতে পারেননি। স্মার্টকার্ড দেখালেও ইভিএম বুথ থেকে খারাপ আচরণ করা হয়। তাদের সিরিয়ালের সিøপ আনতে বলা হয়।
বাগেরহাটের মোল্লায় ব্যাপক অনিয়ম, বিশৃঙ্খলা, কেন্দ্র দখল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি মেয়র প্রার্থী জুলফিকার আলীসহ বিএনপি ও জামায়াত সমর্থিত ১২ কাউন্সিলর প্রার্থী একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন।
বগুড়ার শেরপুরে জাল ভোট দেয়ার সময় ভুয়া ভোটার আবু সাঈদকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শেরপুর ডিজে হাইস্কুলের ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ৭ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে জাল ভোট ও বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সকালে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতিও বদলাতে শুরু করে। আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে আব্দুর রহিম ও মোজাফফর নামে ২ জনকে আড়াই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সময় একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
নবীগঞ্জে নির্বাচনী বিধি লঙ্ঘন করায় ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন নোয়াপাড়া গ্রামের আক্তার হোসেন, লালন আহমেদ, লালন আহমেদ (২) ও শিবপাশা গ্রামের রিংকু দেব। তাদের প্রত্যেককে ৫শ টাকা করে জরিমানা করা হয়।
মেহেরপুরে ভোটকেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়াসহ নানা অভিযোগে গাংনীতে পাঁচ মেয়র প্রার্থী ভোট বর্জন করেছেন। তারা হলেন- বিএনপির আসাদুজ্জামান বাবলু (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু হুরাইরা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মেয়র আশরাফুল ইসলাম (জগ) ও আনারুল ইসলাম (বড়শি)।
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এজন্য প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। তবে অন্য সব কেন্দ্রে শান্তিপুর্ণভাবে ভোট হয়েছে।
টাঙ্গাইলের মধুপুর ধনবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটারদের ফিঙ্গার রেখে বের করে দেয়ার অভিযোগ উঠেছে নৌকা সমর্থিতদের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মনিরুজ্জামান বকুল ও বিএনপি প্রার্থী এসএমএ ছোবহান (ধানের শীষ) এ অভিযোগ তোলেন। ধনবাড়ী সরকারি ডিগ্রি কলেজ ৮নং কেন্দ্রে সকাল দশটার পর থেকেই এ ঘটনা ঘটে।
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবদুর রাজ্জাক প্রামাণিক। সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকায় নিজবাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি।
এছাড়া বগুড়ার সারিয়াকান্দি, সান্তাহার পৌরসভা, ঝিনাইদহের শৈলকুপা, ময়মনসিংহের মুক্তাগাছা ও ফুলবাড়িয়া, রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট ও বাঘার আড়ানী, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং বান্দরবানের লামায় শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবর পাওয়া গেছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ