জুড়ানপুর প্রতিনিধি: দামুড়হুদায় বন্ধুর ভাইয়ের বিয়ের ফুল কিনতে গিয়ে বিপত্তি, সড়ক দুর্ঘটনায় ২জন আহত। গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আইনুর বিশ্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনসার সদস্য আইনুর। বাদ মাগরিব জানাজা শেষে দাফন সম্পন্ন।
জানা গেছে, গত পরশু শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কোমরপুর ঈদগাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের পূর্বপাড়ার আব্দুল মান্নান বিশ্বাসের ছোট ছেলে আইনুর বিশ্বাস (২৪) ও সুলতান আলীর ছোট ছেলে সিফাত হোসেন(১৭)। এর মধ্যে আইনুর বিশ্বাসের অবস্থা আশংকাজনক। সড়ক দুর্ঘটনায় আহত সিফাত হোসেন জানায়, আমার বড় ভাই শামিম হোসেনের বিয়ে ছিল গতকাল। বরযাত্রীর গাড়ি ও বাসর ঘর সাজানোর জন্য ফুল কিনতে কার্পাসডাঙ্গা বাজারের উদ্দেশে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে যান। সাথে ছিলো আইনুর বিশ্বাস নিজেই খুব দ্রুত চালাচ্ছিলেন মোটরসাইকেল, ফুল নিয়ে ফেরার পথে কার্পাসডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোমরপুর ঈদগাহর কাছাকাছি আসলে ইজিবাইক পাশ কাটিয়ে যায়। হঠাৎ অপরদিক থেকে আসা পাউয়ারটিলারের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান দুজন। তারপর ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আর কিছু মনে নেই বলে জানায় তারা।
এদিকে সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন বিয়ের মাইক্রো নিয়ে দুজনকে দ্রুতই দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত আইনুর বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। মাথায় অতিরিক্ত জখম হওয়ায় জ্ঞান হারিয়ে ফেলে। পুনরায় শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকরা রাজশাহীতে রেফার করেন। এদিকে পরিবারের লোকজন জানান আহত সিফাত হোসেনের অবস্থার উন্নতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে। মারাত্মকভাবে মাথায় জখম হওয়া আইনুর বিশ্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে জানান।
চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আইনুর বিশ্বাস। বাদ মাগরিব জুড়ানপুর পূর্বপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা শেষে পূর্বপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.