ফেলে যাওয়া বস্তায় মিললো ২০ কেজি ভারতীয় রুপা
দামুড়হুদার বারাদী সীমান্তে বিজিবির অভিযান : পালিয়েছে পাচারকারী
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তে এক হাজার ৭১৪ ভরি ওজনের ভারতীয় রুপা উদ্ধার করেছে বিজিবি-৬। এ সময় পাচারকারী পালিয়ে যায়। গতকাল শনিবার বিকেলে দিকে বারাদী বিওপির বারাদী সীমান্ত থেকে এসব ভারতীয় রুপা উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, বারাদী সীমান্তে বারাদী বিওপি থেকে নিয়মিত টহল পরিচালনা করার সময় বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার সোহরাওয়াদী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৮০/৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে মাথাভাঙ্গা নদীর পাড়ে অবস্থান করেন। বিকেল ৫টায় অজ্ঞাত কয়েক ব্যক্তিকে শূন্য লাইন অতিক্রম করে মাথাভাঙ্গা নদীর পাড়ের দিকে আসতে দেখে। বিজিবি সশস্ত্র টহল দু’ভাগে বিভক্ত হয়ে চোরাকারবারিদেরকে ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা তাদের মাথায় থাকা বস্তাটি ফেলে দৌড়ে ভারতের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তাটি জব্দ করে বস্তার ভেতর থেকে ১৬টি পলিথিনের প্যাকেটে ২০ কেজি বা ১৭১৪.৬৭ ভরি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করতে সক্ষম হন। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ ৫০ হাজার টাকা। তিনি আরও জানান, এ ব্যাপারে হাবিলদার সোহরাওয়াদী হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা এবং উদ্ধার ভারতীয় রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।