মেহেরপুর অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পুনরায় মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভ করায় তাকে জেলার প্রবেশদ্বার থেকে গণসংবর্ধনা দিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মেহেরপুর শহরে নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলার প্রবেশদ্বার সদর উপজেলার দরবেশপুর থেকে ফুল দিয়ে বরণ করে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মেহেরপুরে নেয়া হয়। এ সময় নতুন দরবেশপুর, বারাদী বাজার, রাজনগর, আমঝুপিসহ বেশ কয়েকটি স্থানে পথসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীফরহাদ হোসেন বক্তব্য রাখেন। এর আগে দুপুরের পর থেকে মেহেরপুর ও মুজিবনগরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মেহেরপুরের প্রবেশদ্বার নতুন দরবেশপুরে সমবেত হন। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঢাকা থেকে মেহেরপুর জেলার প্রবেশদ্বার নতুন দরবেশপুর এসে পৌঁছালে নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি ছাদ খোলা একটি জিপে করে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। দরবেশপুর থেকে মেহেরপুর পর্যন্ত ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ সেøাগানে মুখরিত করে রাখে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী সন্ধ্যার পর তার বাসভবনে এসে পৌঁছালে সেখানে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এসএম ইব্রাহীম শাহীন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী শহীদুল্লাহ, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়োব হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম রবি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, আব্দুল্লাহ আল মামুন তূর্য প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.