প্রথমদিনে অনুপস্থিত ৩১ হাজার ৪৪৭ শিক্ষার্থী : অসাধু উপায়ে বহিষ্কার ২০

চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন রোববার ১১ শিক্ষাবোর্ডে মোট অনুপস্থিত ছিলো ৩১ হাজার ৪৪৭ শিক্ষার্থী। সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলো মাদরাসা শিক্ষা বোর্ডে। প্রথম দিন মোট বহিষ্কার হয়েছে ২০ শিক্ষার্থী। আগামীকাল (মঙ্গলবার) এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই। তবে কেউ কেউ গুজব রটাতে পারে। আর গুজব রটিয়ে ধরা পড়লে কঠোর শাস্তি হবে। আগামী বছর পরীক্ষার সময় আগাবে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর পরীক্ষা এগিয়ে আনার চেষ্টা করবো। তবে যারা পরীক্ষা দেবে তারা পুরো প্রস্তুতির সময় পেয়েছে কিনা তা দেখা হবে। সারাদেশের শিক্ষকদের একটি মতামত নেয়া হবে।’ পরীক্ষা সংক্রান্ত আন্তঃশিক্ষা বোর্ডের তথ্যে জানা যায়, ১১ শিক্ষা বোর্ডে মোট অনুপস্থিত ছিলো ৩১ হাজার ৪৪৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলো মাদরাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৩৮৩ জন। ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলো ৪ হাজার ২২২ জন, রাজশাহী ১ হাজার ৭২০, কুমিল্লা ২ হাজার ৬১৮, যশোর ১ হাজার ৮৩৪, চট্টগ্রাম ১ হাজার ৬০৭, সিলেট ৯৪০, বরিশাল ১ হাজার ২৬, দিনাজপুর ২ হাজার ২৪৭, ময়মনসিংহ ৯৭৮ ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৮৭২ জন। আর সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডে ১১ শিক্ষার্থী। এসএসসির কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রমুখ। চুয়াডাঙ্গার চার উপজেলায় মোট ৩১টি কেন্দ্রে একযোগে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল প্রথম দিন ছিলো এসএসসির বাংলা প্রথমপত্র, দাখিলের দাখিল কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনালের বাংলা-২ পরীক্ষা। জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখা থেকে জানা গেছে, এ বছর জেলার চার উপজেলায় মোট পরীক্ষার্থী ১১ হাজার ৫৩৯ জন। এরমধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) পরীক্ষার্থী ৯ হাজার ১৬৭ জন, দাখিলে ৯৯৬ জন ও এসএসসি ভোকেশনালে পরীক্ষার্থী ১ হাজার ৩৭৬ জন। প্রথম দিন অনুপস্থিত ছিলো ১৯৬ জন। এরমধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) ১৪৪ জন, দাখিলে ৩৩ জন ও এসএসসি ভোকেশনালে ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। জেলার চার উপজেলায় মোট কেন্দ্র ছিলো ৩১টি। এরমধ্যে এসএসসির ১৮টি, দাখিলের ৫টি ও এসএসসি ভোকেশনালের ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে কোন শিক্ষার্থীর বহিস্কার হওয়ার খবর পাওয়া যায়নি। সকালে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আমরা পরীক্ষার আয়োজন সম্পন্ন করেছি। প্রতিটি কেন্দ্র আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এছাড়া উপজেলা পর্যায়ের ট্যাগ অফিসাররা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। প্রশ্নফাঁস ও গুজব ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে। খুব শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আমরা সব পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।

জীবননগর ব্যুরো জানিয়েছে, গতকাল রোবাবর জীবননগর উপজেলার ৮টি কেন্দ্রে এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ উপজেলা হতে এবার এসএসসি পরীক্ষায় ১হাজার ৫৫৯জন, ভোকেশনাল পরীক্ষায় ৩৩০জন ও দাখিল পরীক্ষায় ২০১জন পরীক্ষায় অংশ গ্রহণ করছে। পরীক্ষার প্রথম দিনে এসএসসি পরীক্ষায় ২৫জন, ভোকেশনাল পরীক্ষায় ৪জন ও দাখিল পরীক্ষায় ৪জন অনুপস্থিত ছিলো। উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র হতে ২৫২জন অংশ গ্রহণ করছে। এর মধ্যে ১জন অনুপস্থিত। এ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের কেন্দ্র হতে ১২৫জন অংশ গ্রহণ করছে। এর মধ্যে ৩জন অনুপস্থিত। জীবননগর থানা পাইলট বহুমূখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র হতে ১৯৮জন অংশ করেছে। এর মধ্যে ৩জন অনুপস্থিত। একই বিদ্যালয়ে ভোকেশনাল বিভাগের কেন্দ্র হতে ১৯৫জন অংশ গ্রহণ করছে। এর মধ্যে ১জন অনুপস্থিত। হাসাদাহ বহুমূখি মাধ্যমিক বিদ্যালয় হতে কেন্দ্র হতে ২৯১জন অংশ গ্রহণ করছে। এর মধ্যে ২জন অনুপস্থিত। মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র হতে ২৩২জন অংশ গ্রহণ করছে। এর মধ্যে ৫জন অনুপস্থিত। আন্দুলবাড়ীয় বহুমূখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র হতে ৩৬৪জন অংশ গ্রহণ করছে। এর মধ্যে ১১জন অনুপস্থিত। উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র হতে ২২২জন অংশ গ্রহণ করছে। এর মধ্যে ৩জন অনুপস্থিত। জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে ভোকেশনাল পরীক্ষায় ১০জন অংশ গ্রহণ করছে এবং দাখিল পরীক্ষায় জীবননগর উপজেলা আলিম মাদরাসা কেন্দ্র হতে ২০১জন অংশ গ্রহণ করছে। এর মধ্যে ৪জন অনুপস্থিত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মেহেরপুর অফিস জানিয়েছে, গতকাল রোববার সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতেও এসএসসি, (এসএসসি ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় মেহেরপুর জেলার কেন্দ্রগুলোতে মোট ১২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। জানা যায়, প্রথম দিনে জেলার এসএসসি পরীক্ষার মোট ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায়ী ৯২ জন, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৫ জন  এবং দাখিল পরীক্ষায় মোট ২টি কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় মোট ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এদিকে জেলা প্রশাসনের (শিক্ষা শাখার) তথ্য মতে মেহেরপুর জেলার তিনটি উপজেলায় মোট ১৩টি কেন্দ্রে ৭ হাজার ৩৭৯ জন এসএসসি পরীক্ষার্থী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেলার ৪টি এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে ৯০৫ জন পরীক্ষার্থী এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মেহেরপুর জেলার মোট ২টি কেন্দ্রে মোট ৬৪২ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। এদিন এসএসসি পরীক্ষার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. আজিজুল ইসলাম। সকালে তিনি মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শনকালে তিনি কেন্দ্রের পরিবেশ দেখে ভূষয়ী প্রশংসা করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More