প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতেই ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করা

চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে জেলার কৃতি সন্তান ড. এআর মালিকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: প্রজন্মকে বিশ্বমানের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গায় গড়ে তোলা হয়েছে ড. এআর মালিক ইংলিশ মিডিয়াম স্কুল। এ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ সৃষ্টির জন্য অভিভাবকদের প্রতি উদাত্ব আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জেলার কৃতি সন্তান ড. এআর মালিক বলেছেন, এলাকার অর্থনৈতিক অবস্থা কিছুটা হলেও চাঙ্গা করার লক্ষ্যে মনোরম পরিবেশে গড়ে তোলা মেহেরুন শিশু পার্কটির দিকেও সাংবাদিক ও সুধিসমাজের আন্তরিক দৃষ্টি নিবন্ধ করা প্রয়োজন। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় ড. এআর মালিক বলেন, দেশের অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের এমডি, চেয়ারম্যান বা পরিচালক হয়ে এলাকার অসংখ্য মানুষের যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, তেমনই কিছু তিক্ত অভিজ্ঞতাও হয়েছে। এরপরও বিবেকের তাড়নায় তথা এলাকাবাসীর প্রতি দায়বদ্ধতা থেকে বেশ কিছু সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা পুলিশ পার্ক সংলগ্ন স্থানে গড়ে স্থাপন করা হয়েছে ইংরেজি মাধ্যম বিদ্যালয়। এ বিদ্যালয়টি এখন মাধ্যমিক পর্যায় পর্যন্ত থাকলেও উচ্চ মাধ্যমিক অনুমোদিত। বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়টি প্রক্রিয়াধীন। হাতিকাটা-আলুকদিয়ার নিকটস্থ প্রয়োজনীয় জমিও প্রস্তাবিত আকারে রয়েছে। চুয়াডাঙ্গার মতো একটি জেলায় ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রতিষ্ঠা করার একটাই কারণ, তা হলো প্রজন্মের সামনে বিশ্বমানের ইংরেজি শিক্ষার সুযোগ করে দেয়া। অভিভাবকেরা এ বিষয়ে সচেতন হলে প্রতিষ্ঠানটি যেমন পূর্ণতা পাবে, তেমনই প্রজন্ম থাকবে এগিয়ে। আমরা যখন শিক্ষার্থী ছিলাম, তখন যে সুযোগ না পেয়ে উচ্চ শিক্ষা নিতে গিয়ে ইংরেজি জানার প্রয়োজনীয়তা উপলাব্ধি করেছি, তখনই দেখেছি চুয়াডাঙ্গায় বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন। বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির বিষয়ে আরও আন্তরিক হওয়ার ইচ্ছেপোষণ করে ম্যাপ এগ্রোর চেয়ারম্যান দামুড়হুদার ইব্রাহিমপুরস্থ বিশাল এলাকা নিয়ে গড়ে তোলা মেহেরুন শিশু পার্কের প্রতিষ্ঠাতা ড. এআর মালিক বলেন, শিশু পার্কটি মনোরম পরিবেশে গড়ে তোলা। শিশুদের পছন্দের হরেক রকমের রাইডে সাজানো। মাছে ভরা পুকুর রয়েছে। রয়েছে শত শত প্রজাতির গাছ। বিনোদনের জন্যই গড়ে তোলা। দেশের দূর-দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসছে। দূরের দর্শনার্থী যতো আসবে এলাকার অর্থনৈতিক চাকাও ততোটা বেগবান হয়ে ঘুরবে। এ হিসেবে এলাকাবাসীকে এ দিকে আন্তরিক হওয়া প্রয়োজন। একই সাথে দরকার উন্নয়ন চিত্র তুলে ধরতে প্রকৃত সাংবাদিকদের আন্তরিকতা। সাংবাদিক সেজে কিছু ব্যক্তি বিশেষ সুবিধা নেয়ার অপচেষ্টা চালায়। তাও রুখতে সাংবাদিক সমাজের বিশেষ ভূমিকা নেয়া প্রয়োজন। এলাকায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে একটি হাসপাতাল যেমন গড়ে তোলা হয়েছে, তেমনই রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। এ হাসপাতাল থেকে চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়ে ড. এআর মালিক বলেন, আমার বক্তিগত চাওয়া পাওয়ার আর কী আছে! একমাত্র কন্যা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্ব ব্যাংকে পদস্থ অবস্থায় রয়েছে। আমি ও আমার স্ত্রী কন্যাসহ নিকটজনদের জন্য সকলের নিকট দোয়া চাই। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাবেক সভাপতি আজাদ মালিতা বিশেষ অতিথির বক্তব্যে ড. এআর মালিকের সামাজিক প্রতিষ্ঠানগুলোর সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মেহেরুন শিশু পার্কের পক্ষে রিজিওনাল একাউন্টেট আজিজুল হক ও ড. এআর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজের পক্ষে শিক্ষক আইভি মোনালিসা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যে মেহেরুন শিশু পার্কসহ ইংরেজি মাধ্যমের স্কুলটির উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। মতবিনিময়সভা উপস্থানায় ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব। সাংবাদিক শাহ আলম সনি, এমএ মামুন প্রমুখ বক্তব্য রাখেন। কোরআন তেলাওয়াত করেন ম্যাপ এগ্রোর কর্মকর্তা কৃষিবিদ আবুল কালাম।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More