পাঁচ লাখ টাকা জরিমানাসহ গুঁড়িয়ে দেয়া হলো ৩টি ইটভাটা

হরিণাকুণ্ড-ু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলায় পরিবেশ দূষণকারী/আইন লঙ্ঘনকারী তিনটি ইট ভাটায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর ও হরিণাকু-ু উপজেলা প্রশাসন। ঝিনাইদহ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়’র নির্দেশনায় ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে উপজেলার বোয়ালিয়া এলাকার মেসার্স নিউ বিআরবি ব্রিকস্, মালিপাড়া এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকস্ ও দোবিলা এলাকার মেসার্স আরাফ ব্রিকস্ নামক তিনটি ইটভাটায় ইট প্রস্তুত ও ডাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ইটভাটায় নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে ২০১৩ এর ধারা ৬ লংঘনের দায়ে এ ইট ভাটাসমূহে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। তিনি জানান, এ সময় মেসার্স নিউ বিআরবি ব্রিকস্কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কাঠ চেরাই মিল ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় ও ভেকু মেশিন দিয়ে সম্পূর্ণ কিলন গুঁড়িয়ে দেয়া হয়। সেই সঙ্গে ট্রাক্টর দিয়ে আনুমানিক ৩ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়াও মেসার্স ভাই ভাই ব্রিকস্কে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভেকু মেশিন দিয়ে সম্পূর্ণ কিলন গুঁড়িয়ে দেয়া হয় এবং ট্রাক্টর দিয়ে আনুমানিক ৩ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়। একইভাবে মেসার্স আরাফ ব্রিকস্কে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেকু মেশিন দিয়ে সম্পূর্ণ কিলন গুঁড়িয়ে দেয়া হয় এবং ট্রাক্টর দিয়ে আনুমানিক ৩ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিণাকু-ু সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক আশরাফ আলী। অভিযানে হরিণাকু-ু থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More