পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়াটাই আমাদের মূল লক্ষ্য
চুয়াডাঙ্গায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২০২৩ সালের এইচএসসি, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এবছর ৯ হাজার ২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এদিকে, সদর উপজেলার বদরগঞ্জ ডিগ্রী কলেজের পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা চলতি বছরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার পূর্ব সিদ্ধান্ত বহাল রয়েছে। ২০২৩ সালের এইচএসসি (সাধারণ) পরীক্ষায় ১১টি কেন্দ্রে ৬ হাজার ৮৩৩ জন, এইচএসসি (ভোকেশনাল) ১টি কেন্দ্রে ২০১ জন, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ৫টি কেন্দ্রে ১ হাজার ৮৩৬ জন এবং আলিম ৩টি কেন্দ্রে ৩৫৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। সর্বমোট ৯ হাজার ২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কবীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, পুলিশ পরিদর্শক (ডিএসবি) আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী, টিএসসি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আব্দুল মজিদ, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, আলমডাঙ্গা আলিম মাদরাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, জীবননগর সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মীর জান্নাত আলী, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মোনায়েম এবং গণমাধ্যমকর্মী রফিকুল ইসলামসহ বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়াটাই আমাদের মূল লক্ষ্য। বদরগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, আগামী ১৭ দিনের অপেক্ষা না করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আমরা এমপি মহোদয়ের কনসার্ন নিয়ে বোর্ডে পাঠাবো। বোর্ডের সিদ্ধান্ত বহাল আছে। আগামীতে পরিবর্তন হবে। এবছর বোর্ডের সিদ্ধান্ত মানি। পরের বছর থেকে সুরাহা হবে।