স্টাফ রিপোর্টার: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের পাঁচ জেলায় (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ) নিজেদের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবিসভা অনুষ্ঠিত হয়। এ সভায় ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত মনোনীত প্রার্থীর মধ্যে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুরে সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গায় খলিলুর রহমান, কুড়–লগাছিতে কাফি উদ্দীন, দামুড়হুদাতে হযরত আলী। জীবননগর উপজেলার সীমান্ত ইউপিতে ইশাবুল ইসলাম মিল্টন। মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউপিতে মো. মোস্তাকিম, মোনাখালীতে রফিকুল ইসলাম গাইন, বাগোয়ানে কুতুব উদ্দীন, মহাজনপুরে আমাম হোসেন। গাংনী উপজেলার বামন্দীতে ওবায়দুর রহমান, কাথুলীতে গোলজার হোসেন, মটমুড়ায় আবুল হাশেম বিশ্বাস, তেঁতুলবাড়িয়ায় আব্দুল্লাহ আল মামুন, সাহারবাটিতে মশিউর রহমান। ঝিনাইদহ মহেশপুর উপজেলার এসবিকে ইউপিতে শামীমা সুলতানা, ফতেপুরে সিরাজুল ইসলাম সিরাজ, পান্তাপাড়ায় ইসমাইল হোসেন, স্বরূপপুরে মিজানুর রহমান, শ্যামকুুড়ে আমানুল্লাহ হক, নেপায় সামছুল আলম, কাজিরবেড়ে বিএম সেলিম রেজা, বাঁশবাড়িয়ায় নওশের আলী মল্লিক, যাদবপুরে সালাহ উদ্দীন, নাটিমাতে আবুল কাশেম, মান্দারবাড়িয়ায় আমিনুর রহমান, আজমপুরে শাহাজাহান আলী। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউপিতে একলিমুর রেজা, সদরপুরে রবিউল হক, বারুইপাড়ায় শফিকুল ইসলাম, বহলবাড়িয়ায় শহিদুল ইসলাম, তালবাড়িয়ায় তৌসিক আহম্মেদ, ছাতিয়ানে তাছের আলী ম-ল, কুর্শায় আব্দুল হান্নান, ফুলবাড়িয়ায় আতাহার আলী, মালিহাদে আকরাম হোসেন, আমবাড়ীয়াতে সাইফুদ্দিন মুকুল, পোড়াদহে শারমিন আক্তার নাসরিন। ভেড়ামারা উপজেলার মোকারিমপুরে আব্দুস সামাদ, জুনিয়াদহে শওকত আলী, বাহাদুরপুরে সোহেল রানা, বাহিরচরে রওশন আরা বেগম, চাঁদগ্রামে বুলবুল কবির, ধরমপুরে শাহাবুল আলম লালু। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।
গতকাল শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ ও দলের স্বার্থে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ হাজার ৪৫৮ জন। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের প্রস্তাব ও একাধিক জরিপ রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিচ্ছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে টানা গত তিন দিন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল ৪টায় গণভবনে আবারও বৈঠক আহ্বান করা হয়েছে।
দলীয়সূত্রে জানা গেছে, তৃণমূল যে প্রস্তাব পাঠিয়েছে সেখানে বিতর্কিত অনেকের নাম রয়েছে। বাদ পড়েছে জনপ্রিয় ত্যাগী নেতাদের নাম। আবার কিছু জায়গায় তৃণমূলের প্রস্তাবে বিদ্রোহীদেরও নাম রয়েছে। কিন্তু বিদ্রোহীদের আর মনোনয়ন না দেয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে আওয়ামী লীগের। তাই মনোনয়ন বোর্ড এসব সার্বিক বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে প্রার্থী চূড়ান্ত করেছে। এতে প্রার্থী চূড়ান্তকরতে সময় একটু বেশি লাগছে।
গতকালের মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠকে বোর্ডের সদস্য আমির হোসেন আমু, শেখ আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বোর্ডের সদস্য কাজী জাফর উল্লাহ, ড. মো. আবদুল রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
ইউপি নির্বাচনে স্বতন্ত্র ঘোমটা পরে অংশ নিচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী
এছাড়া, আরও পড়ুনঃ