আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান : কারখানা বন্ধের নির্দেশ
আলমডাঙ্গা ব্যুরো: নোংরা মেঝেতে দু’পায়ে মাড়িয়ে প্যাকেটজাত করার দায়ে আলমডাঙ্গার ফরিদপুরের লিটন চানাচুরসহ ৩ প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর। চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ গতকাল রোববার ১৬ আগস্ট এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান টিম গতকাল ফরিদপুর বাজারের লিটন চানাচুর কারখানায় উপস্থিত হলে দেখতে পান অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে প্রস্তুত করা হচ্ছে চানাচুর। নোংরা ও ময়লাযুক্ত পরিবেশে মেঝেতে দুপা দিয়ে দলে প্যাকেটজাত করা হচ্ছে। পায়ের ময়লা, শরীরের ঘাম, চুল-খুশকিতে একাকার হয়ে প্যাকেটজাত হচ্ছে লিটন চানাচুর। শ্রমিকদের কেউ ন্যুনতম স্বাস্থ্যবিধি মেনে কাজ করছে না। যার ফলে প্রতিষ্ঠানটিকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সালের ৪৩ ধারায় এ জরিমানা প্রদান করা হয়। তাছাড়া কারখানার পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়া অবধি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি দু’বস্তা চানাচুর নষ্ট করা হয়।
একই দিনে মূল্যতালিকা না থাকায় আলমডাঙ্গা শহরের মেসার্স জিকে ট্রেডার্সকে ৭ হাজার ও মেসার্স মন্টু ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শেষে মাছবাজারে প্রত্যেক মাছ ব্যবসায়ীকে ডিজিটাল স্কেল ব্যবহারের তাগিদ দিয়ে মাইকিং করা হয়।