ধানের শীষ পেলেন আলমডাঙ্গায় মীর মহিউদ্দিন জীবননগরে শাহাজাহান কবীর

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫২ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার: চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫২ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর নির্বাচনে মীর মহিউদ্দিনকে ও জীবননগরে শাহাজাহান কবীরকে ধানের শীষের মনোনয়ন দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ধাপে ৫৬টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি চার পৌরসভায় মেয়র পদে শনিবারের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে দলটির। ঘোষিত প্রার্থীদের শনিবার বেলা ১১টায় দলের গুলশান কার্যালয় থেকে চট্টগ্রাম, সিলেট ও রংপুর, দুপুর ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল এবং দুপুর ২টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে থাকা পৌরসভার দলীয় প্রত্যয়নপত্র হস্তান্তর করা হবে বলে দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ধাপে ৫৬টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৪ পৌরসভায় মেয়র পদে শনিবারের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে দলটির।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান কবীর। গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়ে তাকে জীবননগর পৌরসভায় বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। জীবননগর দৌলৎগঞ্জপাড়ার মৃত ইছাহক আলী মন্ডলের ছেলে শাহজাহান কবীর ৮০’র দশকের শেষ দিকে ছাত্র অবস্থায় বিএনপির রাজনীতির সাথে জড়িত। ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে জীবননগর পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত দুটি পৌর নির্বাচনে তিনি মেয়র পদে প্রার্থী হয়ে পরাজিত হন। এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি ও কাউন্সিলর হযরত আলী মেয়র পদে দলীয় মনোনয়ন চান। এর মধ্যে দলীয় সিদ্ধান্ত মোতাবেক একক দলীয় প্রার্থী হিসেবে শাহজাহান কবীরের নাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাচনী কমিটিতে পাঠানো হয়। গতকাল কেন্দ্রীয় কার্যালয় হতে দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্দ করে তার নাম ঘোষণা করা হয়। ৫ কন্যা সন্তানের জনক শাহজাহান কবীর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী করতে তার পক্ষ হতে দোয়া কামনা করা হয়েছে।
চতুর্থ ধাপে ৫২ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনয়ন পেলেন তারা হলেন ঠাকুরগাঁও সদরে শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও রানীশংকইলে মো. মাহমুদুননবী, লালমনিরহাট সদরে মোশারফ হোসেন রানা, লালমনিরহাটের পাটগ্রামে একেএম মোস্তাফা সালাউজ্জামান ওপেল, জয়পুরহাট আক্কেলপুরে আলমগীর চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ওজিউল ইসলাম, রাজশাহীর নওহাটায় শেখ মো. মকবুল হোসেন, রাজশাহীর গোদাগাড়ীতে গোলাম কিবরিয়া, রাজশাহীর তানোরে মো. মিজানুর রহমান মিজান, রাজশাহীর তাহেরপুরে আবু নাঈম সামসুর রহমান মিন্টু, নাটোরের বড়াইগ্রামে ইসাহাক আলী, নাটোর সদরে জিল্লুর রহমান খান চৌধুরী, চুয়াডাঙ্গার জীবননগরে শাহাজাহান কবীর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মীর মহিউদ্দিন, যশোরের চৌগাছায় আব্দুল হালিম, যশোরের বাঘারপাড়ায় মো. আব্দুল হাই মনা, বাগেরহাট সদরে সাইদ নিয়াজ হোসেন, সাতক্ষীরা সদরে তাজকিন আহমেদ, পটুয়াখালীর কলাপাড়ায় হুমায়ুন কবির, বরিশালের মুলাদীতে মো. আল মামুন, বরিশালের বানারীপাড়ায় রিয়াজ উদ্দিন আহম্মেদ, টাঙ্গাইলের গোপালপুরে খন্দকার জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলের কালিহাতীতে আলী আকবর, জামালপুরের মেলান্দহে মনোয়ার হোসেন, শেরপুর সদরে এবিএম মামুনুর রশিদ পলাশ, শেরপুরের শ্রীবরদীতে আব্দুল হাকিম, নেত্রকোনা সদরে আব্দুল্লাহ্ আল মামুন খান। কিশোরগঞ্জের বাজিতপুরে এহেসান কুফিয়া, কিশোরগঞ্জের হোসেনপুরে মুহাম্মদ মাহবুবুর রহমান, কিশোরগঞ্জের করিমগঞ্জে আব্দুল্লাহ আল মাসুদ সুমন, মুন্সীগঞ্জের মিরকাদিমে মিজানুর রহমান, নরসিংদী সদরে মো. হারুন আর রশিদ, নরসিংদীর মাধবদীতে আনোয়ার হোসেন, ফরিদপুরের নগরকান্দায় মো. আলিমুজ্জামান মিয়া, মাদারীপুর কালকিনিতে মো. কামাল হোসেন, শরীয়তপুরের ডামুড্যায় নাজমুল হক সবুজ মিয়া। সিলেটের কানাইঘাটে মো. শরিফুল হক, হবিগঞ্জের চুনারুঘাটে মো. নাজিমউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. জয়নাল আবেদীন আব্দু, কুমিল্লার হোমনায় মো. আব্দুল লতিফ, কুমিল্লার দাউদকান্দিতে নূর মো. সেলিম সরকার, চাঁদপুরের কচুয়ায় মো. হুমায়ুন কবির প্রধান, চাঁদপুরের ফরিদগঞ্জে মো. ইমাম হোসেন, নোয়াখালীর চাটখিলে মোস্তফা কামাল, নোয়াখালীর সোনাইমুড়িতে মো. মোতাহের হোসেন, লক্ষ্মীপুরের রামগতিতে সাহেদ আলী পুটু। চট্টগ্রামের সাতকানিয়ায় এজেডএম মঈনুল হক চৌধুরী, চট্টগ্রামের পটিয়ায় মো. নুররুল ইসলাম, চট্টগ্রামের চন্দনাইশে মাহবুবুল আলম চৌধুরী, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. শাহজালাল কাজল, রাঙ্গামাটি সদরে মোহাম্মদ মামুনুর রশিদ ও বান্দরবান সদরে মোহাম্মদ জাবেদ রেজা।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More