স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান চালিয়েছে। অভিযানে হিসাব বহির্ভূত ৩ লাখ ১ হাজার ২০০ টাকাসহ অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীকে আটক করেছে দুদক। গত বুধবার বিকেল ৫টা থেকে রাত প্রায় পৌনে ১০টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়া এ অভিযান চালায়।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়া’র উপ-পরিচালক মো. জাকারিয়ার নেতৃত্বে দুদকের অভিযানিক দল দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালায়। এ সময় তারা অফিসের প্রধান দরজায় তালা মেরে অফিসের ভেতরে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। প্রায় ৫ ঘন্টা ধরে চালানো অভিযানে সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীর ড্রয়ার থেকে হিসাব বহির্ভূত ৩ লাখ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে এবং মুন্নীকে আটক করে দৌলতপুর থানা হেফাজতে রাখে। অভিযান চলাকালে দৌলতপুর সাব- রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহসহ অফিসের সকলকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মো. জাকারিয়া। তবে সাব-রেজিস্ট্রার অফিসসূত্র জানিয়েছে গত বুধবার ৩১৬টি দলিল রেজিস্ট্রি হয়েছে। রেজিস্ট্রি হওয়া দলিলের টাকা অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীর হেফাজতে ছিল। পরবর্তীতে রসিদ কেটে টাকাগুলো সরকারি কোষাগারে বা ব্যাংকে জমা দেয়ার কথা ছিল। দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক মো. জাকারিয়া বলেন, দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়ে ৩ লাখ ১ হাজার ২০০ টাকাসহ অফিস সহকারী জান্নাতুল আক্তারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসবাদ করা হবে। এরসঙ্গে আরও কেউ জড়িত থাকলে পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নিবে। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এসএম জাবিদ হাসান বলেন, দুদক একজন আসামি আমাদের হেফাজতে রেখে গেছেন। গতকাল তাকে নিয়ে যাবেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ