দুস্থ-অসহায় মানুষকে স্বাবলম্বী করার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু
দামুড়হুদায় বাইসাইকেল-সেলাই মেশিন বিতরণকালে এমপি টগর
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল ও দুস্থ, আসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭০টি বাইসাইকেল ও ৬৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ, আসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুস্থ-অসহায় মানুষকে স্বাবলম্বী করার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই লালিত স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে চলেছেন তারই সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে। তার সেই স্বপ্ন পুরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, আপনারা জানেন দেশে এখন আর কেউ অভুক্ত থাকে না। দেশে এখন আর দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের রুপরেখার পরিবর্তন ঘটিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলছেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশ ও জণগণ উপকৃত হয়। দেশের জণগণ উন্নয়নের সুফল ভোগ করেন। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা খাতের থোক বরাদ্দের অর্থায়নে উপজেলার আসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, নতিপোতা ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুল হক, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, হাউলী ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী। দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুণ অর রশিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, হাজি আমজাদ হোসেন, আ.লীগ নেতা আবুল হাশেম, ইমতিয়াজ হোসেন, নজির আহমেদ, আব্দুস সালাম বিশ্বাস, জাহিদুর ইসলাম মুকুল, আবু জাফর, সরোয়ার হোসেন, যুবলীগ নেতা নিশান তরফদার, ইকরামুল হোসেন, আব্দুল খালেক, সুজন, শামীম, ছাত্রলীগ নেতা রাসেল আহমেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীগণ প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.