দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় অনুষ্ঠানে বক্তারা — ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন খামারিরাও

স্টাফ রিপোর্টার: দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তরা বলেন, সরকার প্রাণিসম্পদ বাড়াতে খামারিদের সব ধরনের সহযোগিতার ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। যার সুফলে খামারিরা স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়েছেন। অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে খুব সহজেই খামারিরা নিজের পোষাপ্রাণি দেশের বিভিন্ন স্থানে বেচাকেনা করতে পারছেন। একই সঙ্গে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে চিকিৎসকরাও সার্বক্ষণিক খামারিদের সেবা দিতে পারছেন। প্রদর্শনীতে উন্নত জাতের গরু, মহিষ, বাছুর, ছাগল, পাখি, খরগোশ ও প্রাণিসম্পদে ব্যবহারযোগ্য বিভিন্ন প্রযুক্তির প্রদর্শন করা হয়। এছাড়া প্রদর্শনীতে অংশ নেয়া খামারিদের পুরস্কৃত করে প্রাণিসম্পদ দপ্তর।
চুয়াডাঙ্গায় সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ প্রদর্শনী মেলা শুরু হয়েছে। প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে। মেলায় জেলার খামারিরা তাদের পোষা গরু, ছাগল, পাখি, দুম্বা, ময়না, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন স্টলে। মেলায় ৪৭টি স্টলে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু-পাখি। মেলায় ৪০জন খামারি অংশগ্রহণ করছেন। মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রদর্শনীর উদ্বোধন ও বিকেলে সমাপনী অনুষ্ঠান ও প্রদর্শনীতে উপস্থিত খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এর আগে সকাল ১১টায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম সরোয়ার মিঠু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আশাদুল হক মিকা।
বিকাল সাড়ে ৩টায় সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা আওয়ামীলীগের পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম সরোয়ার মিঠু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আশাদুল হক মিকা, সোহানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহির কাফি।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় দিনব্যাপি প্রাণিসস্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু শান্তির প্রতীক পাঁয়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা স্টেডিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন। উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রাক্তন প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম. নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্কমর্তা, আব্দুল্লাহ আল মামুন। ‘পুষ্টি, মেধা দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ স্লোগনকে সামনে রেখে খামারিরা মেলায় মোট ৩৬টি স্টলে উন্নত প্রজাতির পাঁয়রা, হাঁস, মুরগী, গরু, ছাগল প্রদর্শন করেন। আলোচনা শেষে অতিথিগন স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং খামারিদের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা। তিনি বিজয়ী উদ্যোক্তাদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রর্দশনীর আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রর্দশনী মেলার উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিদের খামারের গরু, ছাগল, পাখি প্রর্দশনীতে স্থান পায়। উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। পুষ্টি মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণি সম্পদ প্রর্দশনীর আয়োজন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুল রশীদ শাহ ও কাজি বদরুদ্দোজা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণি সম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ট্রেনিং কর্মকর্তা ডা. ওয়াহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেয়া খামারিদের সনদপত্র প্রদানসহ পুরস্কৃত করা হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More