দামুড়হুদায় ২ কেজি ভারতীয় রুপোর গয়নাসহ চোরাকারবারি গ্রেফতার
দামুড়হুদা অফিসঃ দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে ভারতীয় ২কেজি রুপোর গয়নাসহ টাবলু (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। পুলিশ বলেছে, গ্রেফতারকৃত চোরাকারবারি উপজেলার জয়রামপুর গ্রামের স্টেশনপাড়ার মৃত আলি আহম্মেদের ছেলে।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে টাবলুকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের নির্দেশে থানার এসআই মাহাবুব, এএসআই হায়দার আলি সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণের মাথায় দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখ আসা একটি ইজিবাইকের গতিরোধ করে পুলিশ। ইজিবাইকের যাত্রী বেশে থাকা টাবুর নিকট প্লাস্টিকের ব্যাগ থেকে ভারতীয় ২ কেজি রুপোর গয়না উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার এসআই মাহাবুব বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করেছেন।