দামুড়হুদায় লাটাহাম্বার উল্টে খাদে পড়ে নিহত-১
দামুড়হুদা অফিস:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামে স্যালো ইঞ্জিন চালিত যান লাটাহাম্বার উল্টে খাদে পড়ে ইট ভাটা শ্রমিক আশাদুল হক (৪৫) নিহত হয়েছে। আশাদুল হক উপজেলার নাপিতখালি গ্রামের আব্দুসাত্তারের ছেলে ও দেউলি দেশ ইটভাটার শ্রমিক। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে লাটাহাম্বার উল্টে খাদে পড়ে সে নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সকাল ৮টার দিকে আশাদুল পায়ে হেটে ইটভাটায় যাচ্ছিল।এসময় সে দেউলি-বদনপুর গ্রামের মাঠের মধ্যে পৌছালে একই দিক থেকে আসা একই গ্রামের বিল্লাল হোসেন লাটাহাম্বারে উঠে। লাটাহাম্বার টি দেউলি গ্রামে নিকট এসে ইষ্টারিং কেটে সড়কের ধারের খাদে উল্টে যায়।এসময় সড়কের ধারের খাদের গাইড ওর্য়ালের উপর পড়ে তার মাথা থেতলে গিয়ে ঘটনা স্থলেই সে মারা যায়।নিহত আশাদুল হক তিন সন্তানের জনক।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।