দামুড়হুদার জয়রামপুরে আদালতের আদেশ অমান্য করে বিবাদপূর্ণ জমির গাছকেটে দখলের চেষ্টা

বাধা দেয়ায় দুই নারীসহ তিনজনকে মারপিট করে জখম

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর কাঁঠাল তলায় বিবাদপূর্ণ জমি থেকে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে দামুড়হুদা তেলপাম্প মালিক শাহাজান আলী গংদের বিরুদ্ধে। এ সময় দুই নারীসহ তিনজনকে মারপিট করে জখম করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা বাজারের মৃত রজব আলীর ছোট ছেলে শাহীন আলী বাদী হয়ে ৪জনকে নামীয় আসামিসহ অজ্ঞাত নামা ৩৫/৪০জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দামুড়হুদা মডেল থানায়। স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা থানাধীন জয়রামপুর কাঁঠালতলা বাজারস্থ ঘরবাড়ি ও বাগানসহ বিবাদপূর্ণ জমিতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে মৃত রজব আলীর পরিবার। ওই জমি নিয়ে দীর্ঘদিন যাবত পূর্ব বিরোধ চলে আসছে দামুড়হুদা তেলপাম্প মালিক শাহাজাহান আলী গংদের সাথে। বর্তমানে বিবাদীদের সাথে ভুক্তভোগীদের জমি নিয়ে বিজ্ঞ দামুড়হুদা সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। মামলা নং-৪৬/২৩ এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা নং-৫৮৮/২৩ বিচারাধীন রয়েছে। বিবাদী গং মামলা দুটি নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও বিবাদপূর্ণ জমির গাছপালা কাটার পায়তারা করে জমি দখলের পায়তারা করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহাজান গং তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে বিবাদপূর্ণ জমির গাছ কাটতে শুরু করে। এক পর্যায়ে ভুক্তভোগী শাহীন আলী তাদরকে গাছ কাটতে বাধা দেয়ায় তাকে মারপিট করে জখম করে। এ সময় শাহীনের মা সাহিদা খাতুন (৬২) ও চাচি স্বপ্না খাতুন (৩০) ঠেকাতে গেলে তাদেরকেউ মারপিট করে শ্লীলতাহানির ঘটনা ঘটায় অভিযুক্ত শাহাজান আলী গংয়ের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী। পরবর্তীতে শাহীন আলী বাদী হয়ে ১৫টি মূল্যবান গাছ কেটে ৩লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ তিনজনকে মারপিট করে জখম করার অভিযোগ করে দামুড়হুদা মডেল থানায়। বাদীর ছেলে শাহিন আলী বলেন, আমি ঘটনাটি বাড়ির মাধ্যমে জানতে পায় সেখান থেকে ছুটে এসে আমি গাছ কাটতে নিষেধ করলে শাহাজানের গুন্ডা বাহিনী আলিহীম আমাকে ছুটে এসে চড় থাপ্পড় মারে এবং আমার মা চাচি ঠেকাতে গেলে তাদের গায়ে হাত তোলে। আমি চুয়াডাঙ্গা এসপি ডিসির কাছে আবেদন জানাচ্ছি যেন তারা এই অন্যায় এর বিচার করে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More