দামুড়হুদার ছোট দুধপাতিলায় রেলের জমিতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে উভয় পক্ষের আহত ৭ : বাড়ি ঘর ভাঙচুর

দর্শনা অফিস: দামুড়হুদার ছোট দুধপাতিলা গ্রামে রেলের জমিতে গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। ঘটেছে হামলা পাল্টা হামলার ঘটনা। উভয় পক্ষের ৭জন আহত হয়েছে। ঘটেছে বাড়িঘর ভাঙচুরের ঘটনা। বছর চারেক আগে দামুড়হুদার হাউলী ইউনিয়নের ছোট দুধপাতিলা গ্রামের আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন কাজীর কাছ থেকে তরিকুল ইসলাম বাড়ির জমির সাথে ২ কাটা ১২ গুন্ডা জমি ১০ লাখ টাকায় কেনেন। মহিউদ্দিন কাজী তার ভাইদের না জানিয়ে তরিকুল ইসলামে কাছে ওই জমি বিক্রি করেছিলেন। এ নিয়ে আদালতে মামলা রয়েছে বিচারাধীন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিলো শুরু থেকে। গত সোমবার ছোট দুধপাতিলা গ্রামের আব্দুল গনির ছেলে আনছার আলী, ছেলে লোকমান আলী ও জামিরুল ইসলাম রেলওয়ে জমির ২টি চটকা গাছ কাটছিলেন। এ গাছ কাটার অভিযোগে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বিষয়টি বন বিভাগকে জানায়। এসময় বন বিভাগের কর্মকতার্রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখে ছিলো গাছটি রেলওয়ের জমিতে। রেলওয়ের পক্ষ থেকে একটি মামলা দায়ের করে আনছার আলী ও তার ছেলেদের বিরুদ্ধে। এ নিয়ে গতকাল বুধবার বিকালে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রফিককে মারধর করে প্রতিপক্ষরা। গনি মন্ডলের ছেলে আনছার আলীর ও লোকমান আলীর ছেলে জানবির সহ ২৫/৩০ জন আনছার আলীর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সবাইকে মারধর করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা বাড়ি ঘরও ভাংচুর করেছে। এতে আহত হয়েছেন, কাশেমের ছেলে আনছার আলী (৬৫), লোকমান আলী স্ত্রী সেলিনা খাতুন (৩০), জামিউল ইসলাম (৩০) ও লুবনা (১৪) সহ বেশ কয়েকজন। হামলাকারীরা নগদ ৭ লাখ টাকা ও ৬ ভরি সোনার গহনা লুট করেছে বলেও সোনিয়া অভিযোগ করে বলেন। সেলিনা খাতুন আরো বলেন, হামলার ঘটনায় একটি মোটর সাইকেল, টিভি, ফ্রিজ, সেলাই মেশিন, ৫টি সিলিং ফ্যান, ড্রেসিং টেবিল, সোকেস, গোয়াল ঘর, রান্না ঘর, ঘরের ধান ও চালের ড্রাম, হাড়ি-কুড়ি খাবার, পিয়াজ, আসবারপত্র গুঁড়িয়ে দিয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের আবুল কাশেমের ছেলে রফিক উদ্দিন (৬৫), রফিকের স্ত্রী নাসিমা খাতুন (৫৫), রফিকের ছেলে রিয়াজ উদ্দিন (২৫), রফিকের ভাই মোসলেন উদ্দিন (৩০) মারাত্মক আহত হয়েছেন বলেও জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More