দর্শনা শ্যামপুরের শুকুর আটক : বিপুল পরিমাণ ডলার রূপাসহ মাদক উদ্ধার 

দর্শনা অফিস: দামুড়হুদার বড়বলদিয়া এবং সুলতানপুর বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়েছে। উদ্ধার করেছে ১ লাখ ১০ হাজার ডলার, ১০ কেজি রূপার গয়না, ৭ কেজি গাঁজা ও ফেনসিডিল। ডলারসহ আটক করা হয়েছে দর্শনা শ্যামপুরের শুকুরকে। পালাতক আসামির তালিকায় শ্যামপুর জোড়াবটতলার অভিযুক্ত এক চোরাকারবারীর নাম। গতকাল শনিবার সকাল ৮টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের হৈয়বতপুর ৫ কবর নামক স্থানে চোরাকারবারীচক্রের সদস্যরা ডলার পাচারের প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামানের নির্দেশে বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মনিরুজ্জামান সঙ্গীয় সদস্যদের নিয়ে চোরাচালানবিরোধী অভিযান চালান হৈয়বতপুর স্মৃতি স্তম্ভের সামনের সড়কে। এ সময় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের গতিরোধ করে। বিজিবি দেখে মোটরসাইকেলের পেছন থেকে পালিয়ে যায় চোরাকারবারীচক্রের এক সদস্য। বিজিবি সদস্যদের হাতে আটক হয় দর্শনা শ্যামপুরের সাজেদুল ইসলামের ছেলে শুকুর আলী (২৪)। বিজিবির দেয়া তথ্যে জানা গেছে, শুকুর আলীর ব্যবহৃত ১৩৫ সিসি লাল-কালো রংয়ের ডিসকভারি মোটর সাইকেল (রেজিঃ নং চুয়াডাঙ্গা-ল-১১-০৬৬৫) তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে সেটিং অবস্থায় উদ্ধার করা হয়েছে ২৫ হাজার আমেরিকান ডলার ও ৮৫ হাজার কানাডিয়ান ডলার। যার বাংলাদেশি টাকার মূল্যে ৭৬ লাখ সাড়ে ৫৫ হাজার টাকা। এ ঘটনায় হাবিলদার মনিরুজ্জামান বাদী হয়ে গতকালই আটককৃত শুকুর আলীসহ দর্শনা শ্যামপুর জোড়া বটতলার অভিযুক্ত এক চোরকারবারীকে পালাতক আসামি করে দায়ের করেছেন মামলা। এদিকে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে বড়বলদিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রুস্তম আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান বড়বলদিয়া মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধারের তথ্য দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। গতকাল শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েক রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে চোরাচালানবিরোধী অভিযান চালান মদনা সড়কে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রূপার গয়না ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। বিজিবির দেয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটর সাইকেল ও ১০ কেজি ওজনের রূপার গয়না। যার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার টাকা। গত পরশু শুক্রবার রাত সোয়া দুটোর দিকে সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েক রবিউল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ঝাঝাডাঙ্গা পেয়ারাবাগান নামক স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে ২৬ বোতল ফেনসিডিল। তবে পৃথক দুটি অভিযানে সুলতানপুর বিজিবি রূপা ও ফেনসিডিল উদ্ধার করতে পারলেও আটক করতে পারেনি কোনো আসামিকে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More