দর্শনা থেকে বরিশালগামী যাত্রীবাহীবাসে তল্লাশি : ২৫ ভরি সোনার গয়নাসহ নারী পাচারকারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে ২৫ ভরি সোনার গহনাসহ মুক্তা খাতুন (৩৪) নামের এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের লক্ষ্মীপুর এলাকার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মোহাম্মদ শাহীন উদ্দিন। গ্রেফতারকৃত মুক্তা খাতুন কুমিল্লার চৌদ্দগ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, সীমান্ত এলাকা থেকে ঢাকায় সোনার গয়নার পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি দল। এ সময় দর্শনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনের একটি বাসে তল্লাসি চালিয়ে মুক্তা খাতুন নামের এক নারীকে আটক করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২৫ ভরি ১৫ আনা ওজনের সোনার গয়না। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। মুক্তা খাতুন কালীগঞ্জ থেকে এসব সোনার গয়না ঢাকায় পাচার করছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ
1 টি মন্তব্য
  1. MOJIBUL বলেছেন

    CHUADNGA KI GOLD CITY HOYE UTLO NAKI

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More