দর্শনা ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়িয়ায় মিললো ৭ বোমা : বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার
এলাকাজুড়ে আতঙ্ক : বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করতে পারে রাজশাহী ৫ র্যাবের প্রশিক্ষিতদল
দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: কেরুজ এলাকার পর এবার শক্তিশালী বোমার সন্ধান মিললো দর্শনা ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়িয়ায়। পৃথক দুটি স্থান থেকে ৬টি তাজা বোমা পাওয়া গেছে এবং একটি বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ বোমারু সন্দেহে গ্রেফতার করেছে একজনকে। দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরের সাবেক কাউন্সিলর আশুর উদ্দিনের বাড়ির পাশের একটি গলি রাস্তায় গত পরশু বুধবার রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। বোমার বিকট শব্দে আতকে ওঠে মহল্লাবাসী। ভয়ে ওই রাতে কেউ ঘরের বাহির না হলেও ভোরে মহল্লাবাসী গলি রাস্তার উপর সাদা ও কালো টেপে মোড়ানো তাজা দুটি বোমা দেখতে পায়। একই স্থানে বিস্ফোরিত বোমার আলামতও পাওয়া যায়। এ সময় খবর দেয়া হয় পুলিশকে। দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছান। বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে পুলিশ। সেই সাথে তাজা বোমা দুটি নিরাপদ দূরত্ব রেখে ঘিরে রাখা হয়। সেখানে মোতায়েন করা হয় পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে মহল্লাবাসী বোমা দেখতে ভিড় জমায়। এদিকে বেলা ১১টার দিকে পুলিশ খবর পায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া মাঝপাড়া বড় মসজিদের পেছনের বাঁশবাগানে ৪টি বোমা পরে থাকার। সেখানেও নিরাপদ দূরত্ব রেখে ঘিরে রাখে পুলিশ। খবর পেয়ে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) সার্কেল জাকিয়া সুলতানা ঘটনাস্থল দুটিই পরিদর্শন করেছেন। সেই সাথে ঘটনাস্থলে যান চুয়াডাঙ্গা সেনাবাহিনী ও দর্শনা বিজিবির টিমসহ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা থানা পুলিশ সন্দেহজনকভাবে গ্রেফতার করেছে দক্ষিণচাঁদপুরের আজিজুল মল্লিকের ছেলে আলহীমকে। থানা হেফাজতে আলহীমকে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি শহীদ তিতুমীর। গত ১ সপ্তাহের ব্যবধানে পৃথক ৫টি স্থান থেকে ১৫টি বোমা উদ্ধারের ঘটনা ঘটলো। গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তিনদিনে দর্শনা কেরুজ চিনিকল এলাকা থেকে ৬টি বোমা উদ্ধারের ঘটনা ঘটে। এদিকে একদিনেই পৃথক দুটি স্থান থেকে ৭টি বোমা উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়েই বিরাজ করছে আতঙ্ক। রাতেই আকন্দবাড়িয়া ও ঈশ্বরচন্দ্রপুর থেকে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছে দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, রাজশাহী ৫ র্যাবের প্রশিক্ষিতদল ইতিমধ্যেই রওনা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.