বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা এ জাতি কোনোদিনই ভুলবে না
দর্শনা অফিস: ‘একাত্তরের চেতনায় গড়ে উঠুক, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে দর্শনায় শত্রুমুক্ত দিবস পালন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় পরিণত হয় এ দিবস পালনকালে। গতকাল সোমবার বিকেলে দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে শত্রুমুক্ত দিবস পালন ও যুদ্ধকালীন স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি আলী আজগার টগর এমপি। প্রধান অতিথির বক্তেব্যে এমপি হাজি আলী আজগার টগর বলেন, মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মুক্তিদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ব আহ্বানে বাংলার দামাল ছেলেরা স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো পাকহানাদের ওপর। মৃত্যুর মুখোমুখে দাঁড়িয়ে, এক সাগর রক্ত, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাস আমরণ লড়াইয়ের মধ্যদিয়ে পেয়েছিলো আজকের স্বাধীনতা। স্বাধীনতা যুদ্ধের সেই লড়াকুদের দিকে আওয়ামী লীগ সরকার ছাড়া ফিরে তাকায়নি কোনো সরকার। শেখ হাসিনা সরকার বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়েছেন। মুক্তিযোদ্ধারা জাতির গর্বিত সন্তান। সরকার মুক্তিযোদ্ধার সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। ফলে মুক্তিযোদ্ধা মাথাউঁঁচু করে দাঁড়িয়েছেন এ সরকারের শাসনামলেই। স্বাধীনতা বিরোধী অপশক্তি আবারো মাথা চাড়া দিয়ে ওঠার পাঁয়তারা করছে। আসুন মুক্তিযুদ্ধের চেতনায় উৎজীবিত হয়ে রুখে দিই সকল অপশক্তি। যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাড. শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক গোলাম ফারুক আরিফ, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর উপস্থাপনায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন, তানজির আহমেদ, আব্দুল খালেক, রেজাউল করিম সবুর, মুনসুর আলী, বদরুল আলম ফিট্টু, আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা শফিকুল আলম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
নির্বাচন নিয়ে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.