দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে বোমা উদ্ধার মামলার দুজনসহ ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) সুলতান মাহমুদ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতভর অভিযান চালান দর্শনা থানা এলাকার বিভিন্ন স্থানে। এ অভিযানে পুলিশ গ্রেফতার করেছে দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুরের সেলিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন লিপন (৩৪) ও মিরাজুল ইসলামের ছেলে রানা মন্ডলকে (৩৭)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে লিপন ও রানা দর্শনায় সম্প্রতি বোমা উদ্ধার মামলার আসামি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শনিবার চুয়াডাঙ্গা আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর সুলতান মাহমুদ। এদিকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, লিপন কেরুজ চিনিকলের স্কুলের একজন শ্রমিক। কেরুজ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক দ্বন্দ্বের কারণে একটি মহল তাকে ফাসানোর চেষ্টা করছে। অন্যদিকে একই রাতে পুলিশ গ্রেফতার করেছে, দর্শনা শান্তিপাড়ার আব্বাস আলীর ছেলে ইউনুস আলী (৩৭) ও দোস্ত আমতলার সিরাজুল ইসলামের ছেলে সাইদুরকে (২২)। গ্রেফতারকৃত এ দুজন মামলার পালাতক আসামি। গতকাল শনিবার গ্রেফতারকৃতদের সোপর্দ করা হয়েছে আদালতে।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.