দর্শনায় উদ্ধারকৃত ৬টি বোমার মধ্যে দুটি বোমা নিষ্ক্রিয় করলো র‌্যাব

মামলার আলামত হিসেবে ৪টি বোমা সংরক্ষণ : বোমাবাজদের ধরতে পুলিশি জাল বিস্তার

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ধারকৃত ছয়টি বোমার মধ্যে দুটি বোমা কেরু চিনিকলের পুকুরপাড়ে নিষ্ক্রিয় করেছে র‌্যাব। এ সময় পুরো শহর ও আশপাশ এলাকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। গতকাল শুক্রবার ভোরে বোমাগুলো নিষ্ক্রিয় করে রাজশাহী র‌্যাবের একটি বোম নিষ্ক্রিয় টিম। এর আগে বৃহস্পতিবার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রুবেল হোসেনের বাড়ির পাশে দু’টি এবং পার্শবর্তী আকন্দবাড়িয়া গ্রামের মাঝেরপাড়া মসজিদের পেছনে চারটি বোমা দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে সারাদিন বোমাগুলো সেনাবাহিনী ও পুলিশ পাহারায় রেখে রাতে রাজশাহী র‌্যাবের বোম নিষ্ক্রিয় দলকে খবর দেয়। তারা সেগুলোকে উদ্ধার করে শুক্রবার ভোর ৪টার দিকে কেরু চিনিকলের পুকুরপাড়ে নিয়ে নিষ্ক্রিয় করে। এদিকে, গ্রেফতারকৃত আলিহীমকে জিজ্ঞাসাবাদ শেষে বোমা মামলায় সোপর্দ করা হয়েছে আদালতে। ঈশ্বরচন্দ্রপুরের রুবেল বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে থানা বোমা মামলাও দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরের আব্দুল মান্নানের ছেলে রুবেলের বাড়ির সামনের গলি রাস্তায় গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। বোমার বিকট শব্দে আতকে উঠে মহল্লাবাসি। ভয়ে ওই রাতে কেউ ঘরের বাহিরে না হলেও ভোরে মহল্লাবাসি গলি রাস্তার ওপর সাদা ও কালো টেপে মোড়ানো তাজা দুটি বোমা দেখতে পায়। একই স্থানে বিস্ফোরিত বোমার আলামতও পাওয়া যায়। এ সময় খবর দেয়া হয় পুলিশকে। দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছান। বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে পুলিশ। সেই সাথে তাজা বোমা দুটি নিরাপদ দুরত্ব রেখে ঘিরে রাখা হয়। সেখানে মোতায়েন করা হয় পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে মহল্লাবাসি বোমা দেখতে ভিড় জমায়। এদিকে বেলা ১১টার দিকে পুলিশ খবর পায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া মাঝপাড়া বড় মসজিদের পেছনের বাঁশবাগানে ৪টি বোমা পরে থাকার। সেখানেও নিরাপদ দূরত্ব রেখে ঘিরে রাখে পুলিশ। খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) সার্কেল জাকিয়া সুলতানা ঘটনাস্থল দুটিই পরিদর্শন করেছেন। সেই সাথে ঘটনাস্থলে যান চুয়াডাঙ্গা সেনাবাহিনী ও দর্শনা বিজিবির টিমসহ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা থানা পুলিশ সন্দেহজনকভাবে গ্রেফতার করেছে দক্ষিণচাঁদপুরের আজিজুল মল্লিকের ছেলে আলিহীমকে। রাত আড়াইটার দিকে রাজশাহী ৫ র‌্যাবের প্রশিক্ষিতদল ঘটনাস্থলে পৌছায়। উদ্ধার করেন পৃথক দুটি স্থান থেকে ৬টি তাজা বোমা। ঈশ্বরচন্দ্রপুর থেকে উদ্ধারকৃত বোমা দুটি রাত ৩টা ৫৮ মিনিটের সময় কেরুজ ক্লাবের সামনে পানি শূন্য পুকুরে নিষ্ক্রিয় করা হয়। গভীর রাতে বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। আকন্দবাড়িয়া থেকে উদ্ধারকৃত বোমা ৪টি নিরাপদ ব্যবস্থার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে থানায়। চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে থানায়। মামলার আলামত হিসেবে ৪টি বোমা নিরাপদ ব্যবস্থায় সংরক্ষণ করা হয়েছে। তবে বোমাবাজদের গ্রেফতারে পুলিশি জাল বিস্তার করা হয়েছে। অচিরেই সে জালে আটকে যাবে বোমা ঘটনার সাথে জড়িতরা। সে লক্ষ্যেই পুলিশের একাধিক দল কাজ করছে। গ্রেফতারকৃত আলিহীমকে জিজ্ঞাসাবাদ শেষে সোপর্দ করা হয়েছে আদালতে। উল্লেখ্য এক সপ্তাহের ব্যবধানে পৃথক ৫টি স্থান থেকে ১৫টি বোমা উদ্ধারের ঘটনা ঘটলো। গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তিন দিনে দর্শনা কেরুজ চিনিকল এলাকা থেকে ৬টি বোমা উদ্ধারের ঘটনা ঘটে। এদিকে একদিনেই পৃথক দুটি স্থান থেকে ৭টি বোমা উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়েই বিরাজ করছে আতঙ্ক।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More